নামে মাত্র ভালোবাসা
- মোঃ নাসির উদ্দীন
স্বপ্ন বুনেছিলাম হাতে হাত রেখে,
চেয়েছিলাম ঘর হোক প্রেমে ভরে দেখে।
তুমি বলেছিলে — “তুমি আমার সব,”
আজ দেখি, সে কথা ছিল কেবল ছল ছব।
নামে মাত্র ভালোবাসা, মুখে শুধু হাসি,
মনের গভীরে আমার জন্য নেই ভালোবাসার গাঁথা।
স্বামীকে দাও না তুমি একটুকু দাম,
বাবার বাড়ি তোমার হৃদয়ের সব কাম।
ইনকামের টাকা যায় বাবার ঘরে,
আমার জন্য থাকে শুধু অভাবের শূন্য ঘরে।
ছেলে আছে তবু তার জন্যও নেই মান,
কেন এ ঘর, যদি না থাকে হৃদয়ের স্থান?
আমি কি শুধুই ছায়া, প্রয়োজন ফুরালে দূর?
তোমার কাছে আমি যেন এক অচেনা পুর।
চেয়েছিলাম একটু সঙ্গ, একটু আদর,
তুমি দিলে ব্যথা, দিলে একলা ঘর।
যদি ভালোবাসো না, বলো সোজা করে,
ভান করে থেকো না, ছলনার ছলে ভরে।
একদিন তোমার এই গর্ব, এই দূরত্বের মান,
ফিরে আসবে কাঁটার মতো হৃদয়ের তোর জান।
০৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।