বন্ধু, কেন দূরে?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বন্ধু, কেন দূরে?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
হে বন্ধু! আজ কেন দূরত্ব এনে বন্ধু শত্রুর ছায়া করলি?
পুরনো হাসি-মিষ্টি স্মৃতি যেন রাতের অন্ধকারে কাঁপে, বলি।
তুমি ছিলে বাল্যবন্ধু, খেলার সাথী, সহপাঠী, সাহসী যোদ্ধা,
দূর্বার পথে মিলেছি আমরা, হেসে-গেয়ে কাটিয়েছি প্রতিটি সন্ধ্যা।

হঠাৎ দূরে চলে গেলে, যেন অশুভ শক্তি বাঁধা দিল পথের ছায়া,
কিন্তু হৃদয় জানে—সত্যের দীপ্তি নিভে যায় না কখনো এই আকাশে।
হে বন্ধু! মীরজাফর হইয়া যেও না, কালো প্রভাব তোমায় হারাতে পারবে না,
সত্য চেনো, মিথ্যাকে ঘৃণা করো, হীনমন্যতা তোমায় ধ্বংস করতে পারবে না।

অনেক বিজয়ের সাক্ষী তুমি, হৃদয় জাগুক নতুন আশা ভোর,
একবার প্রশ্ন করো—কে আমি, কে তুমি, মিলবে উত্তর সোনার।
ভুল পথে ঠেলে দিলে যদি অশুভ শক্তি তোমায়,
মনে রেখো বন্ধুত্ব চিরন্তন, দূরে গেলেও অম্লান থাকে ছায়া।

হে বন্ধু! এক হয়ে যাও একদিন, সত্যের পথে প্রেমের আলোয়,
দূরত্ব দূরে যাবে, হৃদয় মিলবে, জ্বলে উঠবে বন্ধুত্বের স্বর্ণরশ্মা।
-------------------------------------------------------------


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।