সূর্য বন্দনা - ১
- শাওন সারথি

হে কবি,
তুমি নীল আকাশে আঁকিছ অগ্নি ছবি।
তুমি আপন ভোলা,
এই হৃদয়ের দোলা।
তুমি আপনারে ভুলিয়া যাও
আর বারে বারেই তাকাও
ঐ সমুখের পানে
উদ্ধাত্ত আহ্বানে।
তুমি দিন রাজা।
অধিপতি এই আকাশ মণ্ডল,
এই পৃথিবীর মাথার লণ্ঠন,
রাত্রিতে প্রদীপ।
পুঞ্জিত শক্তি ছড়াও অন্ধকারে
আদি থেকে অন্ত বারে বারে।
তুমি শক্তির দিশারী,
এই প্রানের আশারী।
তুমি কুয়াশা সরায়ে দেখা দাও
আর বারে বারে তাকাও
ঐ সমুখের পানে
উদ্ধাত্ত আহ্বানে।
তুমি প্রানের রাজা।
উদ্বেলিত প্রাণ কত শত
তুমি ছড়াও অবিরত।
তুমি জীবনের রাজা
অধিপতি এই আকাশ মণ্ডল,
এই পৃথিবীর মাথার লণ্ঠন।
হে কবি,
তুমি হাজারও বিস্ময়ের মাঝে
এই জীবনের রবি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।