লাল মৌলভীর প্রতিধ্বনি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
লাল মৌলভীর প্রতিধ্বনি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
---------------------------------
রাওনাটে জন্ম তাঁর, হৃদয় ছিল প্রভূ ভীরু,
মৌলভী আহাদ আলীর কণ্ঠে ভাসত মধুর সীরু।
পচা মোল্লার সন্তান, জীবন ছিল স্নিগ্ধ ধীরু,
প্রাণে ভরা ভালোবাসা, প্রতিটি দিন উজীরু।
দেউবন্দ হতে আরবী শিক্ষা শিখে তীক্ষ্ণ,
হেকেমী বিদ্যা আয়ত্বে মন জ্বলে নিখুঁণ।
পাঁচ পুত্র, চার কন্যা—হাফেজ কোরআনের গান,
ইসলামের পথে চলা ছিল প্রাণের জান।
চান্দনা স্কুলে শিক্ষকতা ছড়াতেন তিনি,
মসজিদের ইমামে মানবতার ছবি গুনি।
ঈদগাহে বড় ঈমান, হজ্বের পথে প্রথম পা,
দূর্গাপুরে প্রথম হাজী, ১৯৪৮ সনে দেখা।
মানবিকতার আলো, গ্রামের মাটিতে ঝলমল,
প্রতিটি প্রাণে প্রেমের দীপ জ্বলে অমল।
নদীর জলে প্রতিফলিত সূর্যের দীপ্তি,
পাহাড়ের ছায়ায় শান্তির মধুর তৃপ্তি।
আল্লাহ যেন দেন জান্নাতুল ফেরদৌস করি আশা
লাল মৌলভীর স্মৃতি থেকে শেখা ভালোবাসা।
যেমন চাঁদের আলো নীরব রাতে সোহাগ মাগে,
তেমনই তাঁর আদর্শ হৃদয়ে হৃদয়ে চির জাগে।
------------------------------------------------------------------
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।