সূর্য বন্দনা – ২
- শাওন সারথি

হে পউষের সূর্য।
তোমার জন্যেই সারা বৎসর অপেক্ষা করি।
তুমি আসলেই জেগে উঠি,
নীরবে অজ্ঞাতসারে তোমারেই বন্দনা করি।
তুমি আসবে ভেবেই
তোমার পথের পানে কত যে চোখ
প্রতীক্ষায় থাকে!
তুমি আসবে আর ঢেলে দিবে
তোমার দেহের উষ্ণতা।
আর সেই কারনেই আমরাও খুলে রেখেছি
আমাদের বুকের প্রান্তর।
যেগুলি গ্রীষ্মের প্রখরতার অত্যাচারে
ক্ষত বিক্ষত আর
নষ্ট হয়ে এখন মৃত প্রায়।
তাই তোমার জন্যেই এখনও এতো প্রতীক্ষা।
হে পউষের সূর্য,
আমরা জানি তুমি একটা অগ্নিপিণ্ড।
কী অসীম শক্তি তোমার।
হাজার বছর ধরেই তুমি বিলিয়ে যাচ্ছ
তোমার দেহের উষ্ণতা
এই পৃথিবী থেকে হাজারও পৃথিবীতে।
তাই আজ আমাদেরকেও
প্লাবিত কর তোমার উষ্ণতায়।
এই আমাদের আজ প্রার্থনা।
যেন আমরাও হয়ে উঠতে পারি
এক একটা অগ্নিপিণ্ড!
ঠিক তোমার মতই অসীম উত্তাপ নিয়ে!
যেন আমরাও গ্রীষ্মের সূর্যের মতই
তার প্রতিদ্বন্দ্বী হতে পারি, আর
তার মুখোমুখি দাড়িয়ে আমরাও
আমাদের কথা বলতে পারি
আমাদের মত করে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।