বৈষম্য কেনো স্বাধীন দেশেতে
- মাহমুদুল মান্নান তারিফ
বৈষম্য কেনো স্বাধীন দেশেতে?
মাহমুদুল মান্নান তারিফ
শিক্ষক আমি কারিগর আমি জাতি গড়ার গর-কারি,
অভাব আমার কম বেতনেই বানাতে পারি ঘর-বাড়ি?
শ্রমের ফসল বেতন আমার একে অনুদান বলে?
শতকরা ছাড়া ব্যয়ের অর্থে বাড়িভাড়া ক'ন চলে?
পার্সেন্ট চাই মূল বেসিকের ----- শতকরা করে চালু,
আপাতত দাবি পার্সেন্ট বিশ মানবো না আর আলু।
হাজার টাকায় মিলে বাড়িভাড়া অথবা মিলবে কুঁড়ে?
শিক্ষক আমি বিবেক শিখাই -- আমাকে রাখেন দূরে?
কে ভাই আপনি পরিচয় দেন আপনি ভাড়ায় থাকেন?
একহাজার কী বাসাভাড়া দেন একটা তাহলে রাখেন।
অপারগ হন তাহলে কেনই বিরোধিতা বড় সখ?
শুভঙ্করের ফাঁকি দিয়ে আজ করেছেন বকবক?
একশোতে বেড়ে পাঁচশো হয়েছে বাহ কী বেড়েছে গুণ?
একহাজারকে দ্বিগুণ বানিয়ে ------পার্সেন্ট হলো খুন?
আমরা চাইছি পাওনা এগুলো আমাদের দিতে হবে,
বৈষম্য কেনো স্বাধীন দেশেতে ---দূর হবে বলো কবে?
লেখক,
সহকারী অধ্যাপক ও সাহিত্যিক
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।