কাব্যানুবাদ সূরা নূর ২৪:১৯
- মাহমুদুল মান্নান তারিফ

অণুগল্প
মানুষের নিকট নয়, রবের নিকটই আশ্রয়;
মাহমুদুল মান্নান তারিফ

একজন ভদ্র মুসাফির যুবক সারাদিন হাঁটতে হাঁটতে যখন রাস্তায় সন্ধ্যা নেমে এলো, তখন সে একটি গ্রামের এক বাড়িওয়ালার নিকট আশ্রয় চাইলো।
বাড়িওয়ালা তাকে রাত্রিযাপনের জায়গা দিলো। মুসাফিরকে ঈশার নামাজের পর হাল্কা আপ্যায়ন করালো।

রাত্রি যখন ১০ টা, বাড়িওয়ালা তখন মুসাফিরের নিকট থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে রাস্তায় বের করে দিলো।
রাত্রি ছিলো জোছনাভেজা। বেচারা মুসাফির কাঁদতে কাঁদতে চললো এবং একটি শহরে প্রবেশ করলো।
শহরের রাস্তায় একটি গাড়ির ভেতরে একজন সুদর্শন পুরুষকে দেখতে পেলো।
মুসাফির তাঁর নিকটও আশ্রয় চাইলো।

পুরুষটি মুসাফিরকে তার শহরের বাসায় নিলো এবং তার পাশে ঘুমাতে বললো।
কিছুক্ষণ পর সে অন্য কক্ষে গিয়ে নেশা করে বিছায় ফিরে এলো।
ঘন্টা খানেক পরেই সে ভদ্র মুসাফিরকে অক্টোপাসের মতো খামছে ধরলো এবং জোর করে বলাৎকার করলো।
তারপর সুবহে সাদিকের আগেই সে মুসাফিরের চোখ বেঁধে বাসা থেকে বের করে অচেনা এক জায়গায় রেখে এলো।

অণুগল্পটি আল কুরআনের নিম্নের আয়াতের সাথে মিল পাওয়া যায়।

@কাব্যানুবাদ (সূরা নূর ২৪:১৯ এর অনুপ্রেরণায়)

যতো ইনসান চায় অশ্লীল যাক ছড়ে,
পুণ্য মানব দীল ঘৃণা পাপে যাক ভরে।

রয়েছে তাদের তরে ইহকাল পরকালে,
অপমান লাঞ্ছনা -- শাস্তি তাদের ভালে।

গোপন প্রকাশ সব --- জানেন তো রব সাঁই,
পাপির কপালে ক্লেশ তোমাদের জানা নাই।

কুরআনের আয়াত

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۚ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
(সূরা নূর, ২৪:১৯)

আক্ষরিক অনুবাদ:
“নিশ্চয় যারা কামনা করে যে, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক মুমিনদের মধ্যে— তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি।
আর আল্লাহ জানেন, আর তোমরা জানো না।”

রচনা: ০৪ সেপ্টেম্বর ২০২৫


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।