মুক্ত বাগানের ফুল
- মাহমুদুল মান্নান তারিফ

মুক্ত বাগানের ফুল
মাহমুদুল মান্নান তারিফ

রাসূল--- তুমি যে আমার মুক্ত বাগানের ফুল,
তোমায় নিয়ে করি ভাবনা জীবন চাই নির্ভুল।।

নূরানী পরশ দাও মোরে,
মাদিনা যেনো কতো দূরে,
পাখি হয়ে যেতে চাই উড়ে উড়ে,
ডানা দিতো দোল---
রাসূল--- তুমি যে আমার মুক্ত বাগানের ফুল।।

ঐ মাদিনায় শুয়ে আছো তুমি,
আমার প্রাণেরই মণি,
কীযে মমতা তোমার সোহাগ!
ফুল সুরভি কোল---
রাসূল--- তুমি যে আমার মুক্ত বাগানের ফুল।।

চাই তোমারই ভালোবাসা,
তোমায় স্মরি হামেশা,
তোমার ভালোবাসা বিনে,
জান্নাত পাওয়া ভুল---
রাসূল--- তুমি যে আমার মুক্ত বাগানের ফুল।।

প্রকাশ: শাশাউ ২০০৮


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।