নবীগো দাও দরশন
- মাহমুদুল মান্নান তারিফ

নাবীগো দাও দরশন
মাহমুদুল মান্নান তারিফ

[ওগো মাদিনাওয়ালা, কামলিওয়ালা]২
[পাপী উম্মাত চায় দিদার 'তব' হয়ে পেরেশান,
রাওদ্বা পাকে কিবলা আমার দিকে ফেরে চান]২
গুনাগার এই উম্মাতরে---
নাবীগো দাও দরশন-- 'তব' চাই দয়া বরষণ,
মাদিনায় দাও নিমন্ত্রণ, 'তব' চাই দয়া বরষণ।
অটুট চাই দয়ার বন্ধন [দয়ার বন্ধন]২
[ওগো মাদিনাওয়ালা, কামলিওয়ালা]১

[আঁধার কবরে কাঁদবে আঁখি একাকী যখন,
সাথী বেশে নেই তুমি ছাড়া সেই ঘরে তখন]২
[দয়াময় হয়ো আপন]২
নাবীগো দাও দরশন-- 'তব' চাই দয়া বরষণ,
মাদিনায় দাও নিমন্ত্রণ, 'তব' চাই দয়া বরষণ।
অটুট চাই দয়ার বন্ধন [দয়ার বন্ধন]২
[ওগো মাদিনাওয়ালা, কামলিওয়ালা]১

[অজানা রোগে মনাক্রান্ত আছি বেশ ভয়ে,
কর্মহীনে তো ভয়ই করবে পাপের সংশয়ে]২
অছিলা 'তব' শাফাআত---
জাহান্নাম ভয় করি ভয়---
শাফাআত চাই সুনিশ্চয়---
নাবীগো দাও দরশন-- 'তব' চাই দয়া বরষণ,
মাদিনায় দাও নিমন্ত্রণ, 'তব' চাই দয়া বরষণ।
অটুট চাই দয়ার বন্ধন [দয়ার বন্ধন]২
[ওগো মাদিনাওয়ালা, কামলিওয়ালা]১
রচনা: ৩০ সেপ্টেম্বর ২০২৪

লেখক: সহকারী অধ্যাপক
মাথিউরা সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসা
বিয়ানীবাজার, সিলেট। 01715-357517


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।