সূর্য বন্দনা – ৩
- শাওন সারথি
আমি তোমার মতই হতে চাই।
ঠিক তোমার মতই তেজদিপ্ত।
তুমি আসলে আকাশে দিপ্ততা ছড়ায়,
জেগে উঠে সজীব প্রাণ।
নতুন সজীব কচি পাতারা চোখ মেলে, আর
মৃত্তিকা ফেটে উঠে আসে প্রানের স্পন্দন।
আমিও ঠিক সেই ভাবেই
জাগাতে চাই প্রানের সুর
এই বিশ্ব সঙ্গীত সভায়।
আর সে জন্যই আমিও ঠিক
তোমার মতই হতে চাই।
তুমি আসলে তুমি ভিন্ন
সব নক্ষত্ররাই লুকায় তোমার
অন্ধকারে।
ঘন কুয়াশাগুলিও হারিয়ে যায়
অনন্ত সীমায়।
নদী আর সাগরের জলও উধাও।
তীব্র উষ্ণতায় বাদামী বর্ণও
হয়ে উঠে কালচে তামাটে বর্ণ।
আমিও ঠিক সেইভাবেই সরাতে চাই
সব অযাচিত ধুলাবালি।
আর পুড়িয়ে পুড়িয়ে তাদেরকেও
করতে চাই কালচে তামাটে বর্ণ,
যেগুলি ঘিরে থাকে মানুষের অন্ধকারে।
তুমি গ্রীষ্মের সূর্য।
তুমি একটা অগ্নি স্ফুলিঙ্গ, আর
সে জন্যই আমিও হতে চাই তোমার মত।
যেন আমিও ঠিক তোমার মতই
দূর করতে পারি রাত্রির আঁধার।
আর মাঝে মাঝেই সৃষ্টি করতে পারি
প্রচণ্ড ঝড়ের।
যেন উলট পালট হয়ে যায় সব কিছু
আমার নতুন এর আশায়।
ঠিক তুমি যেভাবে কর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।