হাবিবুল্লাহ কামলিওয়ালা
- মাহমুদুল মান্নান তারিফ
হাবিবুল্লাহ কামলিওয়ালা
মাহমুদুল মান্নান তারিফ
স্বরবৃত্ত: ৪+৪+৪+৪
জোছনা রাতে তারকা হাসে, পূর্ণ আভায় চন্দ্র হাসে,
ভোর বিহানে সূর্য হাসে, এ রাবিউল আউয়াল মাসে।
ফুল-বাগানে গুনগুনিয়ে মৌমাছি গায় ছাল্লে আলা,
মরুর বুকে তাশরিফ আনেন হাবিবুল্লাহ কামলিওয়ালা।।
সাগর নদীর ঊর্মি দোলে, তাঁর খুশিতে পাহাড় দোলে,
পুলকিতে কা'বা দোলে, এলেন কে আমেনার কোলে?
জিন-মালায়েক সমকণ্ঠে, ভেজেন দরূদ ছাল্লে আলা,
মরুর বুকে তাশরিফ আনেন হাবিবুল্লাহ কামলিওয়ালা।।
গাছগাছালি বনের যতো, পাখপাখালি গাছের যতো,
হাওয়ায় উড়ে খেচর যতো, প্রাণী বেড়ায় শতোশতো।
স্বস্বভাষায় প্রাণখোলে গায় নাবীর দরূদ ছাল্লে আলা,
মরুর বুকে তাশরিফ আনেন হাবিবুল্লাহ কামলিওয়ালা।।
রচনা: ১২ ডিসেম্বর ২০১২
লেখক: সহকারী অধ্যাপক
মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসা
বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: 01715-357517
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।