কবিতা: জয়নব ও আবুল আস (রা)
- মাহমুদুল মান্নান তারিফ

???? জয়নব ও আবুল আস (রা)
মাহমুদুল মান্নান তারিফ

মা খাদিজার কোলের আলো,
কন্যা জয়নব প্রাণ জোড়ালো।
নবীর ঘরে ফুটলো ফুল,
জয়নব বিনতে পাক রাসূল।

খালাতো ভাই আবুল আস,
বিয়ের বন্ধন হয় প্রকাশ।
স্নেহে প্রেমে ভরলো মন,
ছিলেন সুখী খুব দু'জন।

বদর যুদ্ধের পড়লো ডাক,
জয়নব পতি হোন অবাক।
বন্দী হলেন আবুল আস,
ফেলতে থাকেন দীর্ঘশ্বাস।

খবর শুনে ভাঙলো প্রাণ,
জয়নব হৃদে ব্যথার টান।
মায়ের দেয়া সোনার হার,
আর পাঠালেন অশ্রু ভার।

দেখে নবীর ভিজলো চোখ,
ধ্যান খাদিজার আনে শোক।
শর্ত দিলেন -পাঠাও মেয়ে,
মক্কার পথে থাকবো চেয়ে।

জয়নব পতি - মুক্তির পরে,
জয়নবকে দেন নবীর ঘরে।
সময় গেলো অনেক দূর,
স্বামী হৃদয় প্রেমবিভোর।

অবশেষে দ্বীন ইসলামে,
জয়নব পতি ইমান আনে।
রাসূল দিলেন আবার কন্যা,
ফিরলো আবার সুখের বন্যা।

ক'দিন পরে নামলো শোক,
জয়নব যান চিরবিলোক।
রাসূল পড়ান জানাজা তাঁর,
মেয়ের শোকে কলিজা ভার।

শিক্ষা লও হে মুসলমান!
আল্লাহ বড় মেহেরবান।
নিয়ে থাকেন ইমতিহান,
ধৈর্যশীলকে দেখতে চান।

রচনা: ৩০ আগস্ট ২০২৫


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।