কাব্যানুবাদ ইয়াসিন (০১-০৬)
- মাহমুদুল মান্নান তারিফ

সুরা ইয়াসিন এর কাব্যানুবাদ
মক্কাবতীর্ণ, আয়াত-৮৩;রুকূ-০৫,
মাহমুদুল মান্নান তারিফ

আায়াত: ০১-০৬

আশ্রয়প্রার্থী সকাশ রবের হতে পাপাত্মা বহিস্কিত,
বিসমিল্লা'তে পঠন সূচনা অনুগ্রহ যার নয় সীমিত।

ইয়াসিন যার মর্মবাণীই - ইয়া সায়্যিদ আল বাশার,
বিজ্ঞানময় কুরআনের পণ মুক্তিকামীই মানবতার।

নিশ্চয় তুমি হাবিব আমার সব রাসূলের অন্যতম,
সরল সঠিক পথে মজবুত আছেন স্বজন গণ্যতম।

অতি প্রেমময় অতিশয় প্রিয় সত্তার বাণী উপনীত।
কুরআন দ্বারা কওমকে যাতে করতে পারেন দৃঢ়ভীত।

অজ্ঞ যাদের পূর্বলোকেরা হয় নাই করা ভয় প্রদর্শন,
তাদের সামনা-সামনি ধরুন নিদর্শনের ভয় প্রবর্ষণ।

চলবে-----


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।