কাব্যানুবাদ ইয়াসিন (০৭-১০)
- মাহমুদুল মান্নান তারিফ

সূরা ইয়াসিন এর কাব্যানুবাদ
---- মাহমুদুল মান্নান তারিফ

আয়াত: ০৭-১০

তাদের অধিক জনতার তরে, স্থিরীকৃত কথা চিরসত্য,
বিশ্বাস তারা করবে না যদি, শোনাও রবের ওহী তথ্য।

পরিয়েছি আমি নিগড় তাদের,গর্দানে এটা চিবুক পানে,
কাজেই তো তারা ঊর্ধ্বমুখীই, নুইতে পারে না মুণ্ডখানে।

আমি বানিয়েছি সম্মুখপানে শক্তপ্রাচীর পিছন তেমন,
গোপন রেখেছি যার নিমিত্তে দৃশ্যমান না সত্য কেমন!

তাদের জন্য উভয় সমান, ভয় চিত্রিত করুন বা থাক,
মুশরেক তারা নাস্তিক যারা, সত্য দীনের গন্ধ না পাক।

চলবে-----


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।