কাব্যানুবাদ ইয়াসিন (১৬-১৯)
- মাহমুদুল মান্নান তারিফ
সূরা ইয়াসিন এর কাব্যানুবাদ
--- মাহমুদুল মান্নান তারিফ
আয়াত: ১৬-১৯
দূতের কথন অবগত রব জানেন ন্যস্ত প্রতি তোমাদের,
আমাদের ভার সম্পাদনের নির্মলভাবে ধারা আমাদের।
তোমাদের দ্বারা খুব কদর্য ধারণা করেছি বললো তারা,
যদি নিবৃত্ত না থাকো তোমরা করবো হনন পাথর দ্বারা।
তোমাদের প্রতি আমাদের হতে ভীষণ শাস্তি সংঘটিত,
দূতের উক্তি তোমাদের ক্ষয় তোমাদের দ্বারা সংবলিত।
যদি নছিহত করা হয় তবে আইন তোমরা ভঙ্গকারী,
শিরকের হেতু সম্প্রদায়ের সকল হয়েছো অত্যাচারী!
চলবে---
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।