আমরা বিপ্লবী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমরা বিপ্লবী
কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা
তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
আমরা বিপ্লবী, আমরা বিপ্লব করতে এসেছি।
নীরবতা ভেঙে, জাগুক অন্ধকারের রাজ্যে আলো।
অন্ন নেই,বাসস্থান নেই, বস্ত্র নেই,
কিন্তু আমাদের মনোবল অটল, অদম্য।

অত্যাচার, জুলুম, দমন—সব ভেঙে যাবে,
আমাদের চিৎকারে কাঁপুক পাহাড়, গর্জুক নদী।
কারখানা বন্ধ, কর্মহীনতা—ভয় নয়,
আমরা গড়ব সমাজ, যেখানে থাকবে সমতা।

দাসত্বের শিকল ছিঁড়ে ফেলা হবে,
হাতে হাত মিলিয়ে জাতি জাগুক।
অন্যায়ের প্রাচীর ধ্বংস করো,
আমাদের রক্ত, আমাদের চিৎকার, ইতিহাস লিখুক।

বিদ্রোহ করো, চিৎকার করো!
অত্যাচারের অন্ধকার ভেঙে দাও।
আজ নয়, এখনই সময়,
স্বাধীনতা হবে আমাদের গান, আমাদের শিখা।

সাম্য আনো, ন্যায় আনো,
মুক্তির সূর্যোদয় হোক প্রতিটি ঘরে।
হে জাতি, চোখ খুলো, হৃদয় জ্বালাও,
আমরা বিপ্লবী, আমরা বিপ্লব করতে এসেছি।
------------------------------------------


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।