কাব্যানুবাদ ইয়াসিন (২০-২৪)
- মাহমুদুল মান্নান তারিফ

সূরা ইয়াসিন এর কাব্যানুবাদ
মাহমুদুল মান্নান তারিফ

আয়াত: ২০-২৪

নগরীর যাঁরা চতুষ্পার্শ্বে তারা তো এলেন হেঁটে সজোরে,
হাবিব ছিলেন নাজ্জার নামে বাড়ি সীমান্তে নয় অদূরে।

বলেন শুনুন জ্ঞাতি বন্ধুরা! না হও তাঁদের অবিচ্ছিন্ন,
তারা তো হলেন সুপথপ্রাপ্ত, হও অনুরূপ না হও ভিন্ন।

তোমাদের কাছে পরিবর্তন চান না কিছুই এমন বাহক,
তাঁকে বলা হয় আপনি তাঁদের ধর্মানুরাগী খুব সহায়ক।

মুমিন বান্দা এন্তাকিয়ার হাবিবে নাজার উক্তিটি তাঁর,
কী রূপেই আমি তপস্যাহীন দয়ালু এমন রব-করতার!

তোমরা যাবেই মৃত্যুর পর রবের নিকট আবার ফিরে,
আল্লাহ ছাড়া ইলাহ স্বরূপ করব গ্রহণ কাউকে কীরে?

দয়াময় যদি ধরেন আমাকে হবে না গ্রহণ চেষ্টা তাদের,
স্রষ্টাকে বিনা খুব তপস্যা করব তবেই কার বা কাদের?

প্রতিমা আমাকে রক্ষা করতে পূর্ণ ভাবে অক্ষম তখন,
জড়িয়ে পড়ব বিভ্রান্তিতে বিগ্রহে ডাকবো স্পষ্ট যখন।

চলবে-----


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৯-২০২৫ ০১:১৩ মিঃ

কাব্যানুবাদে কোনো ত্রুটি থাকলে পাঠকগণ আমাকে অবগত করার অনুরোধ রইলো।