মৃত্যু, মর্যাদা ও সমাজের দায়িত্ব
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মৃত্যু, মর্যাদা ও সমাজের দায়িত্ব
কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা
তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
মরুকালের নীরবতা যখন আকাশে ভরে,
কবরের মাটিতে শান্তি যেন মৃতদেহে নামে ধীরে।
সমাজের চোখে থাকুক শ্রদ্ধা অমল,
মৃত ব্যক্তির মর্যাদা হোক অক্ষুণ্ণ ও সল।
ধুয়ে মুড়ে কবরের পথে এগিয়ে নাও,
কীবলাহর দিকে মুখ, আল্লাহর কাছে সমর্পণ দাও।
জানাজার নামাজে ভীর সমবেত হয়,
দোয়ার শব্দে হৃদয় জাগ্রত, প্রেরণায় পূর্ণ হয় প্রতিটি কোণ।
শোকের ছায়া পরিবারে যখন নামে,
সমবেদনা আর সাহায্যের হাত বাড়াও সাবধানে।
ঋণ-দায়িত্বের হিসাব, সম্পদের সঠিক বণ্টন,
মৃত্যুর পরে সমাজ হোক ন্যায়ের প্রতিফলন।
কোনও অবস্থাতেই দেহ পোড়ানো নয়,
মাটিতেই শুয়ে থাকুক আল্লাহর রোযার ছায়া।
মৃত্যু শিখায়—জীবন ক্ষণস্থায়ী,
সমাজের দায়িত্ব ও মর্যাদা চিরন্তন, অবিনশ্বরই।
মৃতের জন্য দোয়া আর সওয়াবের পথ,
কোরআন তেলাওয়াত, দান ও খেয়ারাতের সমৃদ্ধ ধন।
পাপ ও ন্যায়ের বিচার—একমাত্র প্রভূরের হাতে,
মানুষ হতে পারে শুধু দায়িত্ব পালনকারী, সহানুভূতির সাথে।
মর্যাদা রক্ষা হোক, সমাজের দায়িত্ব পূর্ণ হোক,
মৃতের শান্তি, জীবনের শিক্ষা—চিরকাল আলো হোক।
দাফন, শোক, দোয়া, সাহায্য—এগুলোই সমাজের কল্যাণ,
পাপ ও ন্যায়ের বিচার প্রভূরের হাতে, শান্তি ও অনুগ্রাণে পরিপূর্ণ হোক মানব প্রাণ।
সমাজের দায়িত্বের চাবিকাঠি হোক সদিচ্ছা,
মৃতের প্রতি শ্রদ্ধা, প্রেরণা আর সহমর্মিতা।
জানাজার নামাজের প্রার্থনা যেন বাঁধনহীন নদীর স্রোত,
হৃদয়ে জাগ্রত করে মানুষে মানুষের ভালোবাসার অভিলাষ।
মৃত্যুর পরেও আলোকিত হোক জীবন,
মর্যাদা, ন্যায়, দোয়া—সব মিলিয়ে হোক সমাজের ভিত্তি স্থির ও স্থায়ী।
সকল পাপ ও সওয়াবের হিসাব, একমাত্র প্রভূরের হাতে,
মানুষের হাত শুধু মানবিকতা বহন করুক, যাতে শান্তি ছড়িয়ে পড়ে চারপাশে।
------------------------------------------
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।