কাব্যানুবাদ ইয়াসিন (০১-২৪)
- মাহমুদুল মান্নান তারিফ
সূরা ইয়াসিন এর কাব্যানুবাদ
মক্কাবতীর্ণ, আয়াত-৮৩;রুকূ-০৫,
মাহমুদুল মান্নান তারিফ
আায়াত: ০১-০৬
আশ্রয়প্রার্থী সকাশ রবের হতে পাপাত্মা বহিস্কিত,
বিসমিল্লা'তে পঠন সূচনা অনুগ্রহ যার নয় সীমিত।
ইয়াসিন যার মর্মবাণীই - ইয়া সায়্যিদ আল বাশার,
বিজ্ঞানময় কুরআনের পণ মুক্তিকামীই মানবতার।
নিশ্চয় তুমি হাবিব আমার সব রাসূলের অন্যতম,
সরল সঠিক পথে মজবুত আছেন সজন গণ্যতম।
অতি প্রেমময় অতিশয় প্রিয় সত্তার বাণী উপনীত।
কুরআন দ্বারা কওমকে যাতে করতে পারেন দৃঢ়ভীত।
অজ্ঞ যাদের পূর্বলোকেরা হয় নাই করা ভয় প্রদর্শন,
তাদের সামনা-সামনি ধরুন নিদর্শনের ভয় প্রবর্ষণ।
আয়াত: ০৭-১০
তাদের অধিক জনতার তরে, স্থিরীকৃত কথা চিরসত্য,
বিশ্বাস তারা করবে না যদি, শোনাও রবের ওহী তথ্য।
পরিয়েছি আমি নিগড় তাদের,গর্দানে এটা চিবুক পানে,
কাজেই তো তারা ঊর্ধ্বমুখীই, নুইতে পারে না মুণ্ডখানে।
আমি বানিয়েছি সম্মুখপানে শক্তপ্রাচীর পিছন তেমন,
গোপন রেখেছি যার নিমিত্তে দৃশ্যমান না সত্য কেমন!
তাদের জন্য উভয় সমান, ভয় চিত্রিত করুন বা থাক,
মুশরেক তারা নাস্তিক যারা, সত্য দীনের গন্ধ না পাক।
আয়াত: ১১-১২
খুব হুঁশিয়ার করতে পারেন আপনি তাদের লক্ষ্য করে,
নির্দেশ যারা চলছে মেনেই নাদেখে আপন রবকে ডরে।
সমাদৃতদের দাও সুখবর পারিতোষিকও রয়েছে ক্ষমা,
রবের নিকট রয়েছে এমন, নেয়ামতরাজি তাঁদের জমা।
মৃত লোকদের দান করি প্রাণ উপস্থাপন লিপিবদ্ধ,
অনুসরণীয় কার্যপ্রণালী সকল জিনিস করি জব্দ।
সঠিক কিতাবে লা'হে মাহফুজে সযতনে সব কর্ম সবে,
রোজকিয়ামতে পাবেন বান্দা ইমানদারেরা দ্বীপ্ত তবে।
আয়াত: ১৩-১৫
বর্ণনা করো তাঁদের উপমা বসবাসকারী যাঁরা এলাকার,
এন্তাকিয়াতে এলেন যখন প্রতিনিধি তাঁরা রাসূল ঈসার।
যখনই আমি করেছি প্রেরণ নিকট তাদের দু'জন দূত,
তারা তো এদের মিথ্যুক বলে প্রেরণ করেছি তৃতীয়দূত।
শক্তি পেয়েই বললেন তারা আমরা হয়েছি প্রেরিত যবে,
তাদের নিকট রবের দূতকে অপবাদ দেয় পাপীরা তবে।
মিথ্যুকগণ বলেছো মিথ্যা বাহক রবের তোমরা তো নয়,
আমাদের মতো মানুষ তোমরা উক্তি এমন দূতগণ সয়?
দয়ালু সত্তা এ সম্পর্কে করেন নি কোনো কিছুই নাজেল,
রোজকিয়ামতে মূলত তাদের অন্তরসমূহ সুদূর গাফেল।
আয়াত: ১৬-১৯
দূতের কথন অবগত রব জানেন ন্যস্ত প্রতি তোমাদের,
আমাদের ভার সম্পাদনের নির্মলভাবে ধারা আমাদের।
তোমাদের দ্বারা খুব কদর্য ধারণা করেছি বললো তারা,
যদি নিবৃত্ত না থাকো তোমরা করবো হনন পাথর দ্বারা।
তোমাদের প্রতি আমাদের হতে ভীষণ শাস্তি সংঘটিত,
দূতের উক্তি তোমাদের ক্ষয় তোমাদের দ্বারা সংবলিত।
যদি নছিহত করা হয় তবে আইন তোমরা ভঙ্গকারী,
শিরকের হেতু সম্প্রদায়ের সকল হয়েছো অত্যাচারী!
আয়াত: ২০-২৪
নগরীর যাঁরা চতুষ্পার্শ্বে তারা তো এলেন হেঁটে সজোরে,
হাবিব ছিলেন নাজ্জার নামে বাড়ি সীমান্তে নয় অদূরে।
বলেন শুনুন জ্ঞাতি বন্ধুরা! না হও তাঁদের অবিচ্ছিন্ন,
তারা তো হলেন সুপথপ্রাপ্ত, হও অনুরূপ না হও ভিন্ন।
তোমাদের কাছে পরিবর্তন চান না কিছুই এমন বাহক,
তাঁকে বলা হয় আপনি তাঁদের ধর্মানুরাগী খুব সহায়ক।
মুমিন বান্দা এন্তাকিয়ার হাবিবে নাজার উক্তিটি তাঁর,
কী রূপেই আমি তপস্যাহীন দয়ালু এমন রব-করতার!
তোমরা যাবেই মৃত্যুর পর রবের নিকট আবার ফিরে,
আল্লাহ ছাড়া ইলাহ স্বরূপ করব গ্রহণ কাউকে কীরে?
দয়াময় যদি ধরেন আমাকে হবে না গ্রহণ চেষ্টা তাদের,
স্রষ্টাকে বিনা খুব তপস্যা করব তবেই কার বা কাদের?
প্রতিমা আমাকে রক্ষা করতে পূর্ণ ভাবে অক্ষম তখন,
জড়িয়ে পড়ব বিভ্রান্তিতে বিগ্রহে ডাকবো স্পষ্ট যখন।
চলবে-----
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৬-০৯-২০২৫ ২৩:১৫ মিঃ
ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী ধাপে অবশিষ্টাংশ প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।