কবিতা: উমরাস্মৃতি (অণুগল্প প্রেরণায়)
- মাহমুদুল মান্নান তারিফ
অণুগল্প: অষ্টাদশীর প্রতি প্রেমের অনুভূতি
মাহমুদুল মান্নান তারিফ
ভূমিকা:
ভালোবাসা সবসময় সরাসরি উচ্চারণে ধরা দেয় না; কখনো তা লুকিয়ে থাকে ভদ্রতা, সম্মান আর দায়িত্বের নীরব স্রোতে। এই অণুগল্পে ধরা দিয়েছে এক তরুণের হৃদয়-অভিজ্ঞতা, যেখানে প্রথম দেখাতেই জন্ম নেয় এক অনন্য অনুভূতি, আর তা পরিণত হয় আজীবনের বন্ধনে।
অণুগল্প:
বিবাহের আগে একদিন আমি আমার আম্মু ও ভাগ্নিকে সঙ্গে নিয়ে ইসরাত নামের এক তরুণীকে দেখতে গিয়েছিলাম। ইসরাতকে যে কক্ষে সাজানো হয়েছিল, সেই কক্ষের আলো-ছায়ার খেলা, ফুলের মৃদু সুবাস আর সাজানো কোণগুলো মুহূর্তটিকে করে তুলেছিল প্রাণবন্ত। হঠাৎ চোখে পড়ল সে—অচেনা, কোমল হাসি, অষ্টাদশী। মনে হলো, সে-ই আমার কল্পনার কাঙ্ক্ষিত প্রিয়তমা।
ইসরাতের সঙ্গে সরাসরি ভালোবাসার কথা বলিনি; ভদ্রভাবে তার অভিভাবকের কাছে প্রস্তাব জানিয়েছিলাম। ভদ্রতা আর সম্মানের আবহে আবেগের স্রোত যেন সুমিষ্ট সুরে বাজতে লাগল হৃদয়ে। তখনই অনুভব করলাম—প্রেমের প্রকৃত রূপ কেবল আবেগ নয়; এর ভেতর লুকিয়ে আছে দায়িত্ব, সময় আর মর্যাদার সমন্বয়।
প্রস্তাব দেওয়ার পরও হৃদয় প্রতিনিয়ত ছুঁয়ে যাচ্ছিল ইসরাতকে। তার চোখের গভীর আলো, হাসির মায়াবী কোমলতা, আর বিনয়ী আচরণ মিলিয়ে অন্তরে জেগেছিল এক অদ্ভুত প্রশান্তি। সেই দিন থেকেই আমি তাকে আদর করে “মাহবূবা” নামে ডাকতে শুরু করি। ধীরে ধীরে বন্ধুত্বের আলোয় জন্ম নেয় প্রেম, যা সময়ের সঙ্গে হয়ে ওঠে আরও গভীর।
অবশেষে সেই স্বপ্ন বাস্তব রূপ নিল—আমি মাহবূবার সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলাম। তাঁকে সঙ্গে নিয়ে পবিত্র মক্কা ও মদিনায় উমরা সম্পন্ন করলাম। তখন উপলব্ধি করলাম, প্রেমের আসল সৌন্দর্য তখনই পূর্ণতা পায়, যখন তা সম্মান, দায়িত্ব এবং সঠিক প্রক্রিয়ার অনুপম মিলনে গড়ে ওঠে।
সারসংক্ষেপ:
প্রেম সবসময় হঠাৎ করেই আসে না, আসে নিভৃত ভদ্রতায়, নীরব সম্মানে আর কোমল আবেগে।
“অষ্টাদশীর প্রতি প্রেমের অনুভূতি” এক তরুণের সেই অভিজ্ঞতার গল্প, যেখানে প্রথম দেখায় জন্ম নেয় কল্পনার কাঙ্ক্ষিত প্রিয়তমার প্রতিচ্ছবি। সরাসরি উচ্চারণ ছাড়াই ভালোবাসা ধরা দেয় দায়িত্ব, ভদ্রতা আর মর্যাদার সূক্ষ্ম স্রোতে। শেষ পর্যন্ত সেই প্রেম রূপ নেয় আজীবনের বন্ধনে এবং পূর্ণতা পায় পবিত্র মক্কা ও মদিনার আধ্যাত্মিক সফরে।
এটি শুধু প্রেমের অণুগল্প নয়—বরং সম্মান, দায়িত্ব ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে গড়ে ওঠা এক অনন্য ভালোবাসার উপাখ্যান।
রচনা: ২৩ এপ্রিল ২০২৫
স্থান: মদিনা, সৌদিআরব।
???? উমরাস্মৃতি ????
মাহমুদুল মান্নান তারিফ
পহেলা হাসির আলো হৃদয়ের গান,
ভালবাসা নিরিবিলি জুড়ায় পরাণ।
মাহবূবা প্রেমিকায় সুখের স্বপন,
ভরে যায় উমরায় দু'জনের মন।
জীবনের সাথী হয়ে ভরে দেয় বুক,
হৃদয় শীতল করে তাঁর স্নেহ মুখ।
ভালোবাসা আমাদের অটুট বাঁধন,
দয়াময় করে দেন দু'জন আপন।
স্বপন গেঁথে চলেছি ধরি হাতে হাত,
কাবায় ও মাদিনায় করি মুনাজাত।
আমাদের ছেলেমেয়ে যেনো তথা আসে,
মা-বাবাকে যেনো তারা অতি ভালবাসে।
রাহমান যদি চান মাদিনা আবার,
কা'বায় নিয়ে ধরবো গিলাফ কা'বার।
আমার তো পরিবারে লোকজন পাঁচ,
একসাথে যেনো মিলে উমরার ধাঁচ।
রচনা: ২৩ এপ্রিল ২০২৫
স্থান: মাদিনা, সৌদিআরব।
০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৭-০৯-২০২৫ ০০:৫১ মিঃ
উমরাস্মৃতি কবিতাটি অণুগল্প প্রেরণায় রচিত। এটি আমার অবর্তমানে আমাকে জীবন্ত করে রাখবে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।