তোমার প্রেমের ফুল
- মাহমুদুল মান্নান তারিফ
তোমার ফুলের শাড়ি ভালো লাগে বেশ,
আরো ভালো লাগে বেশ এলোমেলো কেশ।
তোমার প্রেমের ফুল সুরভি ছড়ায়,
তোমার কানের দুল আঁখিকে জড়ায়।
দুচোখের চাহনিতে ভাবনা অনেক,
হৃদয়কে শুধু বলি প্রিয়তমা দেখ।
তোমার মুখের হাসি চাঁদের মতোন,
যতো শুনি লাগে ভালো তোমার কথন।
বিজলির চেয়ে আলো দাঁতের ঝিলিক,
তোমার চেহারা করে চিলিক চিলিক।
ভালোবেসে যাবো আমি গাবো প্রীতি গান,
জীবনের সাথী তুমি আমার পরাণ।
রচনা: ০৬ সেপ্টেম্বর ২০২৫
০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।