হাসির গোলাপ
- মাহমুদুল মান্নান তারিফ
হাসির জগতে তুমি হাসির গোলাপ,
ভালো যদি না-ই বাসি পাবো অভিশাপ।
তোমাকে বেসেছি ভালো প্রথম দেখায়,
লাগে ভালো তোমাকে তো রূপের রেখায়।
প্রিয়তমা তুমি,
তুমি হলে সুমি।
গোলাপের সুরভিও হয়ে যায় হ্রাস,
তোমার সুবাস ছড়ে ক্রমে বারোমাস।
প্রিয়তমা শুনো,
ভালোবাসা বুনো।
হৃদয়ের ফুলগুলো সাজিয়ে রেখেছি,
তোমার প্রেমে পড়েছি যখন দেখেছি।
রচনা: ০৭ সেপ্টেম্বর ২০২৫
০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।