বাংলা আমার
- মোঃ নাসির উদ্দীন
বাংলার মাটি, আমার প্রাণের খামার,
সোনার ঢেউ, নদী আর হাওয়ার আদর।
এই মাটিতেই বেড়ে ওঠে আমার স্বপ্ন,
দেশপ্রেমে বাঁধা হৃদয়ের গভীর গুণ।
দেশের জন্য ছুঁড়ে দিই জীবন পানে,
যেখানে রক্ত ঝরে স্বাধীনতার নামে।
বাংলার মাটিতে বাজে মুক্তির গান,
আমার হৃদয় বলে—তুমি আমার প্রাণ।”
বাঁধা থাকুক বন্যা, ঝড়-ঝাপটা,
তবু ভালোবাসি এই দেশের কথা।
দেশপ্রেমে জ্বলে বুকের প্রতিটি কোণা,
বাংলা আমার, আমার সোনার তোনা।
০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।