অমিল
- মোঃ নাসির উদ্দীন

স্বপ্ন ছিল এক, আজ কেবল অমিল,
সুখ-দুঃখ ভাগ করে ছিল জীবন মিল।
স্বামী যে যায় দূরে, স্ত্রীর চোখে জল,
স্বপ্ন ভঙ্গের সুরে বাজে অন্তর বিল।

স্ত্রী চায় ভালোবাসা, স্বামী চায় স্বাধীনতা,
স্বপ্ন ভেঙে পড়ে, কেমন এ বিচ্ছিন্নতা।
সুখের বুনো ফসল নষ্ট হয় অল্প আশা,
সঙ্গীর কাছে ভুলে যায় সে ভালো লাগা।

অমিলের ছায়া পড়ে ঘর-বাড়ির কোণে,
স্বামী-স্ত্রী দূরে, হারায় প্রানের সোনে।
তবু যদি ফিরি এক পলে, বন্ধ হোক ফাটল,
ভালোবাসার ছোঁয়ায় কাটুক দুঃখের রাতল।


০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।