সুখের আভাস
- মোঃ নাসির উদ্দীন

ছোটদের মনে রাখো ভালো কাজ,
চেষ্টা করো সব সময় নতুন বাজ।
ধৈর্য্য ধরো, বলবে সত্য কথা,
জীবন হবে রঙিন, দূরে যাবে দুঃখ সারা।

পড়াশোনা করো মন দিয়ে সব সময়ে,
সত্য ও ন্যায় মানো, করবে সম্মান তেমনি।
ভালো বন্ধুত্ব গড়ে নাও প্রাণ খুলে,
জীবনের পথে হবে হাসির ঢল বলে।

সৎ হৃদয়ে থেকো, দূরে থাকো মিথ্যা,
অন্যের সম্মান করো, হবে সুন্দর পাথা।
শ্রম ও মেধায় গড়ে তোলো স্বপ্নের রাজ্য,
ছোটদের জন্য এই হলো সুখের আভাস।


০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।