পড়া চুরি
- মোঃ নাসির উদ্দীন
অন্যের খাতা চেয়ে দেখে, নিজে পড়ে না কিছু,
পরীক্ষাতে নম্বর চায়, মুখে বুলি পবিত্র শুচু।
নিজের শ্রমে নয় বিশ্বাস, শর্টকাটে পথ খোঁজে,
পড়া চুরি করে চলে, লজ্জা কি আর বুঝে?
পড়ার নামে চলে খেলা, মনে নেই যে ভয়,
সত্যিকে দেয় দূরে ঠেলে, মিথ্যা বয়ে রয়।
নকল করে পাশ করে যায়, খাতা ভরে ছল,
জীবনের বড় পরীক্ষাতে হয় সে ব্যর্থ বল।
যে পড়ে মন দিয়ে, করে রাত জাগা,
সে-ই তো গড়বে ভবিষ্যৎ, স্বপ্নে দেবে ভাগা।
পড়ার চুরি রুখে দাঁড়াও, সত্য পথে চলো,
নিজের জ্ঞানেই জীবন গড়ো, তবেই মিলবে আলো।
০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।