ডঃ মোহাম্মদ আবুল হাসান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ডঃ মোহাম্মদ আবুল হাসান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
খিরাটির গ্রামে জন্ম তাঁর, আসরের ধূলোয় ঢাকা,
২৩ অক্টোবর ১৯৪৬, আলোর খোরাক দেখা।
এস এস সি নথি বলেছে, ১ জানুয়ারি ১৯৪৯,
পিতা আব্দুর রশিদ, মাতা হালিমা খাতুন – প্রেরণার দিন।
পাঁচ ভাই, তিন বোনের মাঝে, দ্বিতীয় সন্তান তাঁর,
বড় ভাই আবুল কাশেম শিক্ষক, জ্ঞানের দীপ জ্বালান।
ছোট ভাই নোমান সেনাবাহিনীর হাফেজ, ধর্মের পাথেয়,
আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ মসজিদ ও শিক্ষা কেন্দ্রের দান।
হাফেজ রেজাউর কুরআন শিক্ষায় দীপ্তি, নারী শিক্ষায় আলোকিত।
সন্তান তিন, প্রতিভার দীপ, গৌরব দেশ-জাতির,
আরশাদুল হাসান শামীম, আরবী প্রভাষক, গোল্ডমেডেলিষ্ট উজ্জ্বল।
আশরাফুল নাসিম, কানাডায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত,
মাহমুদুল নাঈম, কম্পিউটার বিজ্ঞান প্রভাষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব।
প্রাথমিক শিক্ষা খিরাটির পন্ডিত বাড়ীতে,
মাধ্যমিক মনোহরদী হাই স্কুলে মানবিক জ্ঞান ভাণ্ডারে।
উচ্চ মাধ্যমিক গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জে দীপ্তি,
বিএসসি জীববিজ্ঞান গ্রুপে প্রথম, মেধা তালিকায় সপ্তম ধারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক ছাত্র, ফজলুল হক মুসলিম হলে,
এমএসসি উদ্ভিদবিজ্ঞানে প্রথম শ্রেণী, ফল প্রকাশ ১৯৭১-এ।
পিএইচডি প্লান্ট ট্যাক্সোনমিতে, ১৯৯০ সালে সম্পূর্ণ,
সামার সায়েন্স ট্রেনিং প্রথম শ্রেণীতে ১৯৭৪-এ প্রমাণিত মেধা।
চাকরি জীবনে প্রভাষক ১৯৭৩, পদোন্নতি সহকারী অধ্যাপক ১৯৭৯,
সহযোগী অধ্যাপক ১৯৯০, অধ্যাপক ১৯৯৩, সিলেকশন গ্রেড ১৯৯৭।
শিক্ষা বিস্তার, গবেষণা, আল্লাহর সৃষ্টি রহস্য উন্মোচন,
বিশ্ববিদ্যালয়ে জ্ঞান বিতরণ ও সৃষ্টির ধারা।
প্রকাশিত প্রবন্ধ প্রায় একশত, জ্ঞানের দীপ জ্বালায়,
শিশুদের জন্য বর্ণমালা, ছড়ার মেলা, আরবী শিক্ষা পাঠায়।
কিশোরদের জন্য গাছপালার কথা, জীবনের পাঠ দেবে,
সাধারণদের জন্য: মধু ও স্বাস্থ্য, ভেষজ উদ্ভিদ, লোকজ বনৌষধি,
শাকসবজির পুষ্টি, পথ্য, গাছগাছড়া দিয়ে চিকিৎসা, বিষাক্ত উদ্ভিদ,
সাধারণ রোগব্যাধি ও মহান আল্লাহর বানী।
হোমিওপ্যাথি ও ভেষজ বিজ্ঞানেও শিক্ষার দীপ,
অর্গানন অব মেডিসিন, শিক্ষা ও গবেষণার ক্ষিপ্তি।
প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ উদ্ভিদ তিন খণ্ড, সরকারের সহায়তায়,
সম্পাদনা ও সদস্যতা: Encyclopedia of Flora & Fauna, উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ,
এঞ্জিওস্পার্ম ট্যাক্সোনমি, জিমনোস্পার্ম, প্যালিওবোটানি, ইথনোবোটিক অধ্যায়।
পাঠ্যপুস্তক: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান ও প্রানিবিজ্ঞান,
ব্যবহারিক জীববিজ্ঞান, College Biology, পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদ বিন্যাসতত্ত্ব,
বায়োডাইভারসিটি ও কনজারভেশন, মাধ্যমিক জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান।
প্রকাশনালয় দুই: হাসান বুক হাউস, আশরাফিয়া বই ঘর – জ্ঞানের আলো ছড়ায়।
গবেষণামূলক পুস্তক: Flora of Rema-Kalenga, Flora of Bangladesh,
Plant Genetic Resources of Rema Kalenga – আন্তর্জাতিক মানের।
প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক: জামিয়া রশীদিয়া আশরাফিয়া, হালিমা খাতুন মা ও শিশু কেন্দ্র,
ডঃ রওশন আরা নারী শিক্ষা কেন্দ্র, ডঃ এম এ হাসান মডেল স্কুল, রাজধানী মহিলা কলেজ।
সামাজিক কর্মকাণ্ড: অনন্ত নিবাস কবরস্থান, গ্রামীণ আবাসন,
গরীবদের গাভি প্রদান, নলকূপ প্রকল্প – উন্নয়নের দৃষ্টান্ত।
সদস্যপদ ও দায়িত্ব: এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, বোটানিক্যাল সোসাইটি,
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্ল্যান্ট ট্যাক্সোনমিস্টস, বিজ্ঞান উন্নয়ন সমিতি।
সভাপতি ও সদস্যপদ: উদ্ভিদবিজ্ঞান বিভাগ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ,
পরিচালনা পরিষদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ঔষধ প্রশাসন পরিদপ্তরে বিশেষজ্ঞ।
গবেষণা কার্যক্রম: আন্তর্জাতিক জার্নালে প্রকাশ, জার্মানি, জাপান, লন্ডন, ইন্ডিয়া,
আর্জেন্টিনা, হাওয়াই, পাকিস্তান – গর্বিত গবেষণার ধারা।
তত্বাবধানে বহু গবেষক এমএস, এমফিল ও পিএইচডি অর্জন করেছেন,
পাঁচজন পিএইচডি গবেষক বর্তমানে চলমান।
শিক্ষক, গবেষক, সমাজসেবক – আলোকিত, নিবেদিত প্রাণ,
ডঃ মোহাম্মদ আবুল হাসান – খিরাটির গর্ব, দেশের প্রাণ।
------------------------------------------------------------------
০৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।