বিদ্রোহী জামাল মামা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিদ্রোহী জামাল মামা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
বর্ষার শেষ প্রহর, মেঘে ঢাকা চাঁদের আলো ঝরে,
রাতের দশটায় এলেন জামাল মামা, সাহসের ঝড়ে ভরে।
মা রান্না বসালেন, ঘ্রাণে ভরা, অগ্নি ধোঁয়ার নীরব নাচ,
মুক্তিযোদ্ধাদের চোখে জ্বলল শপথ, জীবন দান বা ছাপের প্রতিভাস।
এক এক করে ঠিক হলো দায়িত্ব, কে কোথায়, কে করিবে লড়া,
ঝুঁকি আঁকড়ে ধরে সবাই, বিদ্রোহের আগুনে সারা দুনিয়া ঝলমল।
খাওয়া শেষ, সাড়ে বারোটায় আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু,
ব্রহ্মপুত্রের সাঁতার কেটে, ওপারে পৌঁছে বোমা স্থাপন হলো সূর্যসুন্দর দৃশ্যে।
রিমোট নেই, তারের স্পর্শে বিস্ফোরণ, চারদিকে ধ্বনি ভয়ঙ্কর,
টহলরত সেনারা কেঁপে উঠল, আগুনের শিখা ছড়াল বেলাশহর।
মামা ও সঙ্গীরা পিছু হটে নদীর তীরে,
কিন্তু একজন ফেরেনি, অন্তরে কষ্ট, হৃদয়ে কাঁদে নদীর ঢেউ তীরে।
হেলিকপ্টার উড়ে এলো, আরও সেনা, অন্ধকারে খুঁজছে প্রাণ,
বাসায় ফেরার পথে ক্লান্তি, ভোরের নিঃশ্বাসে ঘুম হলো অপ্রাণ।
সকাল আলোয় রিভিউ, ভুল আর সাহসের চিহ্ন,
ক্যাম্প ধ্বংস, আগুন, হেলিকপ্টারের ওঠা-নামার দৃশ্যাবলী চিহ্ন।
মায়ের চোখে অশ্রু, ডুকরে কাঁদা সারাদিন,
রাত্রি ঘুম ভাঙলো, কেউ ডাকল, নাম ধরে নিঃশব্দে শোনা।
দরজা খুলতেই দেখা, গা ভিজে, হাত পা সাদা,
মুক্তিযোদ্ধা বন্ধু ফিরল, জীবনের মহাকাব্য বয়ে নিয়ে প্রভাত।
পুকুরে কচুরিপানায় ডুবে জীবন রক্ষা,
সেনাদের নজর কাটিয়ে, ক্ষুধা, নোংরা পানি অস্বীকারে দৃঢ় প্রজ্ঞা।
সারাদিন হেলিকপ্টার দেখল, সন্ধ্যাবেলা ক্যাম্প খালি,
রাত গভীর, রাজাকারদের ভয়, বিশ্বাস অটল মুক্তির পথে চালি।
ঝুঁকির মধ্যে সাহসের দীপ জ্বলে, বিদ্রোহী হৃদয়ে আলো,
মুক্তির শপথে বেঁচে থাকা, বীরত্বের অমল ইতিহাসে কালের ছায়া।
টোক ইউনিয়নের জামাল মামা, অদম্য প্রতীক,
বিদ্রোহী দৃষ্টিতে ইতিহাসে, চিরন্তন হয়ে জ্বলে তার দ্যুতিময় আলো।
রাতের অন্ধকারে ধ্বনি, নদীর পানিতে প্রতিধ্বনি,
বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে ক্যাম্প, আগুনের লেলিহান শিখা।
একজন ধরা পড়লেও বেঁচে গেছে, পুকুরে ডুবে অবশিষ্ট রাত,
কচুরিপানার আড়ালে প্রাণ রক্ষা, মুক্তির শপথে অদম্য প্রাচীর প্রখর।
মা’এর রান্নার ঘ্রাণ, আলোর ছায়া, ভোরের প্রহর,
সবমিলিয়ে টোক ইউনিয়নের বিদ্রোহী সাহসের মহাকাব্য জ্বলে।
যুদ্ধের অগ্নিপথ, জীবন-সাহস, মুক্তির জন্য ধ্বনি,
জামাল মামা ও সঙ্গীরা, বীরত্বের ইতিহাস, চিরকাল অম্লান, অম্লান, অম্লান।
------------------------------------------------------------------
০৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।