সুরাইয়া বেগম: সাহস, সেবা ও প্রজ্ঞার দীপ্তি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সুরাইয়া বেগম: সাহস, সেবা ও প্রজ্ঞার দীপ্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ওহে প্রজন্ম! শুনো গানের মতো ধ্বনিতে,
ঢাকার কলেজের পথচলায় জন্ম তার দ্যুতি।
অর্থনীতির বিদ্যা অর্জন করে সে বিশ্ববিদ্যালয়ে,
লিডসের স্বাস্থ্য ব্যবস্থায় শিখল নতুন প্রজ্ঞা নিয়ে।
সিভিল সার্ভিসে পদার্পণ ১৯৮২ সালের দিনে,
সেবার পথে অটল, অদম্য জ্বলে মানসপটে।
পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান, সমাজকল্যাণের দফতর,
সকল দায়িত্বে ছিল তার নির্ভীক অবতরণ।
সংস্কৃতি মন্ত্রণালয়েও শীর্ষে দায়িত্ব পালন,
মূল্যায়ন ও বাস্তবায়ন বিভাগে ছড়াল দক্ষতার আলো।
প্রধানমন্ত্রীর সচিবের আসনে অধিষ্ঠিত,
২০১৫ থেকে ২০১৮ সাল সে দায়িত্বে স্থিত।
আন্তর্জাতিক মঞ্চেও তার উজ্জ্বল কীর্তি,
ঠাকুর ১৫০তম জন্মবার্ষিকীতে নেতৃত্বের গর্ববাহী।
২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরে অংশ,
দেশের মর্যাদা ও গৌরবের প্রতীক হয়ে উঠল হৃদয়ে।
২০১৮ সালে তথ্য কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত,
২০২৩ পর্যন্ত সত্য ও জ্ঞানের পাথেয় সম্পন্ন।
গ্রামীণ ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন,
প্রজ্ঞা ও সাহসের প্রতীক, সকলের কাছে প্রশংসিত।
ব্যক্তিগত জীবনে শান্তি ও স্নেহের বাতাস বয়ে চলে,
স্বামী গোলাম হাফিজ আহমেদ পাশে, সাহচর্য মিলে।
দুই সন্তান কানাডায়, ছোট মেয়ে ঢাকায় শিক্ষা অর্জন,
পরিবার ও কর্মক্ষেত্রে পূর্ণতা, সাফল্য ও প্রেরণার উৎস।
এ জীবনের গল্প, কর্মের দীপ্তি আর অধ্যবসায়ের গাথা,
সুরাইয়া বেগমের নাম হয়ে উঠেছে জাতির প্রেরণার বাতিঘর।
সাহস, প্রজ্ঞা, সেবা ও নেতৃত্ব—সব মিলিয়ে দীপ্তির রেখা,
প্রজন্মের জন্য উদাহরণ, অমলিন হয়ে থাকবে চিরকাল
------------------------------------------------------------------
০৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।