বেকার খানা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বেকার খানা
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------------------
যৌবনে অশ্বের মতো ছুটেছি আমরা ছন্নহীন,
হৃদয়ের কুটিরে বুঁনেছি স্বপ্ন অচেনা, অচিন।
নদী-নালার ঢালে, বাঁশের ছায়ায়, আকাশের চাদরে,
রাত্রি-দিন মিলিয়ে আমাদের উম্মাদনা উড়ে বেড়েছে।
হাদিস উল্লাহ মোড়লের পরিত্যক্ত বাড়ী বেছে নিলাম আমরা,
রাওনাট স্কুলের পশ্চিমে নিরব নিস্তব্দ ছায়া।
বেকার খানা—যেখানে বসত অভিশপ্ত যুবকের সংসদ,
প্রতিদিন উল্লাসে মেতে উঠত হৃদয়, ব্যথার অঙ্কন।
চোখে হতাশা, হৃদয়ে বেদনার ছায়া,
কেউ টাশ খেলত রাত জাগরণে, কেউ গাঁজা-বিড়ি স্বপ্নের আড়ালে।
কেউ অশ্রু ঝরাত ব্যর্থ প্রেমের গল্পে,
কেউ আঁকত অন্ধকারে নিজের বেদনাচিত্র।
শত বেদনায় আনন্দ উল্লাসে মেতে উঠত বেকার যুবকরা।
এমাদুলের রান্নাঘরে খাওয়া হত হৃদয়ের স্বাদে,
মাঠের ঝোড়ো বাতাস, নদীর স্রোতের গান,
পাখির চঞ্চল কণ্ঠের সঙ্গে মিলিত হয়ে,
বেকার খানা হয়ে উঠত প্রাণের আবির্ভাব।
রফিকুল, শাহজাহান, মোরশেদ, বাবুল, হারুন, আবুসিদ্দিক,
মোবারক, আউয়াল, এনামুল, ফরিদ, বিল্লাল, বাচ্ছু, হাবিবুর,
প্রবাসীদের মধ্যে আশরাফ—সবাই অংশ নিত এই উম্মাদনায়,
বন্ধুত্ব, বেদনা, হাসি, প্রেম—সব মিলিয়ে এক মিলনমেলা।
আজ সেই খানা নেই, শুধু শূন্যতা, নিস্তব্ধতা,
বন্ধুরা ছড়িয়ে গেছে, আড্ডার উল্লাস গেছে দূরে।
তবু স্মৃতির পটে বেকার খানা মৃত্যুঞ্জয়ী,
প্রতিটি নিঃশ্বাস নদীর স্রোতের মতো,
প্রতিটি হাসি বনের হাওয়ার মতো,
প্রতিটি ব্যথা পুকুরের গভীর ছায়ার মতো।
বেকার খানা নেই, তবে তার কাব্যিক উম্মাদনা
আজও আমাদের হৃদয়ের আকাশে উড়ে বেড়ায়।
-----------------------------------------------------


০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।