প্রিন্সিপাল আলতাফ হোসেন খান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রিন্সিপাল আলতাফ হোসেন খান
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------------------
পাবুর গ্রামের গর্ব, দীপালী প্রাণ আমাদের খান,
নম্র, মেধাবী, জ্ঞানের দীপ, শিক্ষার অনন্ত প্রান।
শিশুকালে স্বপ্নের নদী বয়ে চলত তার মান,
গণিত-জ্ঞান-প্রকৃতি মিলিয়ে খুঁজত দীপালী পাথের গান।

ফার্মগেটের বিদ্যালয়ে আঁকল প্রকৃতির প্রাণ,
পাতা, ফুল, নদী, পাহাড়—জ্ঞানচর্চার অনন্য ধ্যান।
নটোড্রাম কলেজে HSC অর্জন করে জ্ঞানবান,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীপ জ্বেলে করল মন প্রাণবান।

বোরইবাড়ী আদর্শ কলেজের প্রিন্সিপাল হয়ে মহান,
ব্যবস্থাপনার দিকপাল, শিক্ষার দীপ জ্বেলে চলল সকলের ধ্যান।
ছাত্র-ছাত্রী হৃদয়ে জাগায় উদ্দীপনার জ্বান,
পাঠ, খেলা, জীবনের পথে—অনুকরণীয় তার দীক্ষার ধ্যান।

প্রকৃতির ছন্দে খুঁজে নেয় জীবনের সূত্রের মান,
বৈজ্ঞানিক অংক, গণিতের ছন্দে—জ্ঞানী নৃত্যবৃত্তির চারণ।
নদীর স্রোত, পাখির গান—সবই তার পাঠের গান,
ছাত্রদের মন জ্বেলে, দীপালী আলো ছড়ায় প্রতিটা প্রাণ।

পাতার ছায়ায় খুঁজে পায় জীবন-মূল্যের দান,
সূর্যের উষ্ণ আলোর মতো, জ্ঞানের দীপ জ্বেলে চিরন্তন মান।
নম্র হাসি, ধৈর্য, মেধা—সবই তার প্রেরণার গান,
ছাত্রদের জন্য দীপালী আলো, শিক্ষার চিরন্তন জ্যোতি প্রাণ।

আলতাফ হোসেন খান—শিক্ষার দীপালী প্রাণ,
প্রিন্সিপাল, অনুকরণীয় ব্যত্তিত্ব, কাপাসিয়ার গর্বমান।
জ্ঞান, প্রকৃতি, নীতি, সততা—সমন্বয় তার দান,
দীপ জ্বেলে চলা চিরন্তন শিক্ষার অমোঘ ধ্যান।

পাহাড়, নদী, আকাশ—প্রকৃতির সবই তার শিক্ষক, প্রিয় পত্র,
ছাত্র হৃদয়ে আলো ছড়ায়, দীপ জ্বেলে চলা অমোঘ পথে সততার অর্থ।
জীবন-মহাসাগরের মতো, অদম্য তার প্রেরণার জোয়ার,
শিক্ষার দীপ, চরিত্রের দীপ—ছাত্র হৃদয়ে জাগায় চিরন্তন আলোর বাজার
----------------------------------------------------


০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।