অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------------------
দূর বাংলার মাটিতে জন্ম নিলেন তিনি ভুবন,
কাপাসিয়ার কোলে শিশির ভেজা অরণ্য যেন প্রাণ।
পাখির গান, নদীর স্রোত, বৃষ্টির মধুর ঝর্ণা,
সবকিছুই তার শৈশবের সঙ্গী, রঙিন ও চঞ্চল স্বপ্নধারা।
শিশুকাল কাটল নদী, ডালপালা আর বাতাসের গান,
ভোরের আলোয় রঙিন স্বপ্ন জুড়ে শিশিরের প্রাণ।
মাটির গন্ধে মিশে থাকে মননশীলতার আলো,
প্রকৃতির কোলে তার শিখার ধারা প্রবাহিত হলো।
চোখে মানুষ ভালোবাসার, মনে জ্ঞান ও মান,
চর্মরোগের রহস্যময় জগতে দিলেন নিঃসন্দেহে দান।
রক্তিম সূর্য্যোদয় থেকে চাঁদের শীতল ছোঁয়া,
প্রতিটি রোগীর যন্ত্রণায় বাঁধলেন প্রেমের সেতুয়া।
সিলেট মেডিকেল কলেজে MBBS-হাতে পেয়েছিলেন জ্ঞান,
ঢাকার IPGMR-এ MD করে নিলেন চর্মরোগের তান।
Glasgow FRCP–বিদেশের আলোর মতো দীপ্তিমান,
DCM-এ শিক্ষা সামাজিক চিকিৎসায় গভীর মানবপ্রাণ।
ত্রিশ বছরেরও বেশি সময় নিরন্তর নিযুক্ত,
আর্সেনিক নিরসনে প্রকল্পে ছিলেন যুক্ত।
মুক্তিযুদ্ধের প্রাণে লড়াইয়ে ছিলেন মহাসান্নিধ্যবান,
দেশপ্রেমে উজ্জ্বল, বাংলাদেশের কৃতি সন্তান মহান।
Popular Diagnostic Center-এ ধানমন্ডি পথে প্রাণবান,
Lab Science Diagnostics-এ রোগীর পীড়া মুছেন মমতাময় মান।
“বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা”–আলোর দীপ্তিমান,
“চর্ম ও যৌন রোগ চিকিৎসা”–জ্ঞান আর অভিজ্ঞতার দান।
চিকিৎসা ও শিক্ষার পথে দীপ্তি ছড়িয়ে দেন প্রাণবান,
মানবতার সেবায় অটল, চিরস্মরণীয় ডাক্তার মহান।
কাপাসিয়ার কৃতি সন্তান, গৌরবের দীপ্তিমান,
দেশের আকাশে আলোর নক্ষত্র, চিরজাগ্রত মানবপ্রাণ।
তার হাতের ঔষধ, মনে ভালোবাসা, হৃদয়ে আলো,
যেন শীতলক্ষ্যার কলতানে ভেসে আসে সোনালি ঝর্ণার ঝলো।
প্রকৃতির ছোঁয়া, মানবতার আলো, জ্ঞান ও প্রেমের গান,
অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার–চিরস্মরণীয়, মহিমান্বিত মানবপ্রাণ।
----------------------------------------------------
০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।