প্রাইমারী শিক্ষক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রাইমারী শিক্ষক
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------------------
প্রাইমারী শিক্ষকই শিশুর প্রথম দীপের আলো,
তাদের ছোঁয়ায় ভরে শিশুর অন্তর ভালো।
শিক্ষকই জাতি আলোকের প্রথম সোপান,
ধৈর্য, মমতা, প্রেম দিয়ে গড়ে শিশুর প্রাণ।
সকালে সূর্য উঠলেই পাড়ি দেন ক্লান্ত পা,
নুন–আন্তে ফুরায় পান্তার ক্ষুধার ছায়া।
ঘরে দারিদ্র্য, বুকে স্বপ্নের রোশন আলো,
তবু শিশুর চোখে জ্বলে থাকে অমলিন আলো।
হাতের লেখা, কানের মৃদু ছোঁয়া,
জীবন বুনে দেন জাতির স্বপ্নের গোছা।
ক্লাসরুমে বাজে শান্তি, অক্ষরে অক্ষরে সুর,
অবহেলিত সমাজের ছায়ায় জ্বলে তাদের অন্তরের ভরপুর।
অর্থের অভাব, দারিদ্র্যের দানা,
তবু মমতার প্রদীপ জ্বলে প্রতিটি জনরানা।
রাষ্ট্রের যন্ত্রের ঘেরা কলে, ন্যায়ের অপেক্ষায় তারা,
লজ্জার বালুতে নাক ডুবিয়ে রাখে ধৈর্য ধারায়।
অধিকার আদায়ে রাজপথে নামতে হয় ধারা,
তবু সাহস গড়ে তোলে শিশুর মনমধুর কিরা।
তোফাজ্জল হোসন মাষ্টার, সকল শিক্ষকের মতো,
জাতির সন্তানদের কোলে রাখেন স্বপ্নের স্রোতা।
অহমিকার ঝড়ে ছিন্ন নয় আশা,
প্রতিটি শিক্ষকের বুক জ্বলে অমলিন দীপসা।
যদি জাতি না দেয় যথাযথ মর্যাদা,
চোখে অন্ধকার, হৃদয়ে শূন্যতা।
শুনো, সকল প্রাইমারী শিক্ষিকা–শিক্ষক,
তোমরা আছো শিশুর হাসি, শিক্ষার আলোর ভরসক।
তোমাদের প্রতি ধন্যবাদ, শ্রদ্ধা, মমতা,
জীবন গড়ে ওঠে তোমাদের অমোঘ আলোর ছায়া।
প্রাইমারী শিক্ষকই জাতির আলোকিত মশাল,
তোমরা অমলিন আশা, শিশুর প্রাণের জ্বালাল।
--------------------------------------------------------
০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।