এমন একজন থাক
- অথই মিষ্টি
এমন একজন থাক, যে কিনা সারাক্ষণ আমার পাশে থাকবে
কোন কারন ছাড়াই যে নিজেকে আমার পাশে রাখবে
হ্যাঁ, এমন একজন মানুষ পাশে থাকা খুব প্রয়োজন
কোন কিছুই মুখে না বললেও, যে বুঝবে আমার মন
যে খুঁজবে আমাকে তার প্রতিটি কাজে, সকাল দুপুর সাজে
যে রাখবে আমাকে ভিষণ যত্ন করে, তাঁর হৃদয় মাঝে
যাকে আমি কিছু না দিলেও, সে দিবে আমাকে উজাড় করে
যাকে আমি অপ্রয়োজন মনে করলেও, যে আমাকে তাঁর সারাটা জীবন রাখবে ধরে
যে কিনা হিসেবের খাতায় নিজেকে বাদ ফেলে, আমার কথা চিন্তা করবে
আমি হোঁচট খাব চিন্তা করে, সোজা পথেও যে আমার হাতটা শক্ত করে ধরবে
মরুভূমির মাঝে বটগাছ হয়ে, যে আমাকে ছায়া দান করবে
তাকে আমি হারিয়ে ফেলার পর, খুব প্রয়োজন বলে যাকে আমার মনে পড়বে
সে আর কেউ না, সে আমার জননী, জন্মধাত্রী, জন্মদানকারী, আমার মাথার মুকুট
আমার কলিজা আমার মহারানী, আমার প্রিয় " মা "...
০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।