আমার যেমনটা মনে হয়
- অথই মিষ্টি

‎যে দিন তুমি আমাকে বুঝবে
‎উত্তেজিত হয়ে পাগলের মতো খুঁজবে
‎বুঝবে আমাকে তোমার কতখানি প্রয়োজন
‎আমার গুরুত্ব বিন্দু বিন্দু তোমার বুঝে আসবে
‎ঠিক সেই দিন আমি আর থাকবো না
‎থাকবো না তোমার পাশে, আজকের মতো তোমার বিরক্তির নিশ্বাসে মিশে
‎সেই দিন আমি যাব বহুদূরে তোমার আঁখির জলে ভেসে
‎জানো প্রিয়! আমার এমনটা মনে হয়
‎হয়তো বাস্তবে, তোমার কাছে এমনটা নয়


০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।