আমার যেমনটা মনে হয়
- অথই মিষ্টি
যে দিন তুমি আমাকে বুঝবে
উত্তেজিত হয়ে পাগলের মতো খুঁজবে
বুঝবে আমাকে তোমার কতখানি প্রয়োজন
আমার গুরুত্ব বিন্দু বিন্দু তোমার বুঝে আসবে
ঠিক সেই দিন আমি আর থাকবো না
থাকবো না তোমার পাশে, আজকের মতো তোমার বিরক্তির নিশ্বাসে মিশে
সেই দিন আমি যাব বহুদূরে তোমার আঁখির জলে ভেসে
জানো প্রিয়! আমার এমনটা মনে হয়
হয়তো বাস্তবে, তোমার কাছে এমনটা নয়
০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।