ড. রহিমা খাতুন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ড. রহিমা খাতুন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
গাজীপুরের তরগাঁও গ্রামে জন্ম তার,
শৈশবেই ফুটেছিল সেবার অমলিন চার।
প্রজ্ঞাপনে নাম লেখায় মাদারীপুরের মাঠে,
জেল প্রশাসক হবার পাওয়া পেলেন শক্তি-ভরাটে।

বিসিএস একাডেমির আলোয় পথ চলা,
উপ-পরিচালক হবার দেখিয়েছে তার ধূলা।
রংপুর, নোয়াখালী, সোনাইমুরীর অফিসে,
দক্ষতার ছাপ রেখেছে প্রত্যেক অফিসে।

দায়িত্ব ও সততা মিলিয়ে পথ চলা,
প্রত্যেক পদক্ষেপে রেখেছে অদম্য চেতনা।
২২তম ক্যাডারের একজন কর্মরতা,
জনসেবা তার জীবনের অমলিন নীড়তা।

রাষ্ট্রপতির আদেশে, মন্ত্রণালয়ের স্বাক্ষর,
নতুন দায়িত্বে যায় তার কর্মজগতে প্রভাতর।
গাজীপুরের কাপাসিয়ার গর্ব, দেশের আশা,
ড. রহিমা খাতুন—দক্ষতার দীপ, অনন্য ভাষা।
-----------------------------------------------------


১০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।