আমার একটি প্রশ্ন আছে
- রফিকুল ইসলাম রফিক
আজ আকাশে সুর বাজেরে স্বাধীনতার বীণা
আমার একটি প্রশ্ন আছে আমরা স্বাধীন কিনা।
হাত কি আমার মুক্ত আছে পায়ে চলার গতি
কান কি আমার শুনতে পারে মন কি অধিপতি
মুখ কি আমার আজো পারে বলতে আসল কথা
গাছের ডালে আজো আমি নয় কি তরুলতা?
নাই বেনিয়া নাই পাকিরা আজ ক্যানোরে তাও
বন্ধ ক্যানো দেশ নদীতে স্বাধীনতার নাও
স্বজন হারার কান্না ক্যানো নিত্য শোনা যায়
তাজা তাজা জীবন আজো কোন্ বেনিয়া খায়
জীবন দিয়ে আনলো এ’দেশ মুক্তি সেনার দল
স্বাধীন হয়ে পর অধীনে, এ’কোন্ ফলাফল?
এ সব যদি মিথ্যা হয় কিচ্ছু বলার নাই
তবে যদি সত্য হয় সত্য জবাব চাই।
আজ আকাশে সুর বাজেরে স্বাধীনতার বীণা
আমার একটি প্রশ্ন আছে আমরা স্বাধীন কিনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।