হায় বিধিবাম
- অনিরুদ্ধ রনি

আমার মতো করে আর কেউ কি
তোমার কপালে বিষাদরেখার
ভাজ গোণে?

যদি তাই হয়,
জানিও আমায়,
বড়ো ভালো লাগবে যে শুনে!

আমার মতো করে আর কেউ কি,
তোমার চোখে দেখে,
গভীর ঋদ্ধ নদী?

জানিও আমায়,
অনেকটাই হালকা হবো
এমনটা শুনি যদি!

আমার মতো করে আর কেউ কি,
তোমার ক্রোধকে মমতায় মেখে
ভালোবাসে অবিরাম?

শুদ্ধ প্রেমের খুঁজে কাটালে জীবন,
এলো শেষে-শুধু চিনলেনা তারে,
হায় বিধিবাম!


১২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।