হিতৈষী প্রাণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হিতৈষী প্রাণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
********************************
পিরিজপুরের মাটিতে জন্ম নিল এক মানুষ,
আব্দুস সাহিদ মোক্তার—এক সোনালী আকাশ।
ময়মনসিংহে পড়াশোনা কইরা দিলেন পাশ,
তারপর বানার হাওলায় মামার বাড়ি করলেন বাস।
মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর কাজ,
দুঃখীর মুখে হাসি ফুটাইতেন বারোমাস।
কাপাসিয়া ইউনিয়নের প্রেসিডেন্ট হইলেন,
গরিব দুঃখীর সুখে-দুখে সবার মাঝে রইলেন।
উনিশশো ছেচল্লিশ সালে এম.এল.এ নির্বাচিত,
কাপাসিয়া-কালীগঞ্জ-শ্রীপুরে নাম হইল লিখিত।
ঢাকা বোর্ডেরও সদস্য হইয়া করলেন দান,
রাস্তা-ঘাট, স্কুল-মাদ্রাসা গড়লেন প্রতিদিন।
কাপাসিয়া হাই স্কুলের তিনি আসল উদ্যোক্তা,
এম-ই স্কুলে দিয়া গেছেন নতুন আলোর দিশা।
শিক্ষার আলো ছড়াইয়া দিলেন গ্রামেগঞ্জে,
মানুষ বলত—“এমন নেতা কইবা পাইবা কইঞ্জে?”
তিনি ছিলেন গাছের মতো, ছায়া দিতেন প্রাণে,
শীতল বাতাস বইত তাঁর দয়ার টানে।
নদীর মতো বহত দয়া, পাহাড়সম দৃঢ়,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতেন কঠিন অটল।
হিতৈষী প্রাণ—মানুষের আপনজন,
মানবিকতার আলোকশিখা, কালের অমর ধ্বনন।
আল্লাহর দরবারে করি সবাই দোয়া,
ফেরদৌসের বাগানে থাকুন তিনি চিরদিন সোহাগিয়া।
--------------------------------------------------
১২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।