দূর্গাপুরের ধ্রুবতারা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দূর্গাপুরের ধ্রুবতারা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
********************************
--------------------------------------------------
তুমি আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ মোল্লা!
১৯৬৮-এর সেপ্টেম্বরের ঝড়ে জন্ম নেওয়া বজ্রশিখা,
ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী মোল্লা বংশের সন্তান তুমি—
দূর্গাপুরের আকাশে ধ্রুবতারার মতো দীপ্ত,
অন্ধকার ভেদ করা বজ্রালো!
তোমার পিতা মহাদ্দিস, মাওলানা আব্দুর রশিদ—
কামরা মাসক সিনিয়র মাদ্রাসার জ্ঞানের অগ্নিদীপ,
তাঁর বুকে বেজেছিল হাদিসের মর্মর ঝংকার,
তুমি সেই রক্তের উত্তরসূরি—
সত্যের পতাকা হাতে জন্মানো বিদ্রোহী সন্তান!
ফুলবাড়িয়ার প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়ের পাঠ,
তারপর সপ্তম শ্রেণী শেষে ঝড়ের মতো ছুটে গিয়েছিলে মাদ্রাসায়।
১৯৮৬-র দাখিল পরীক্ষা তোমার আগুনে লিখিত শপথ!
১৯৮৮-র জামালপুর ডিগ্রী কলেজের এইচএসসি—
বিদ্যুতের কাঁপনে জ্বলা দীপ্তি!
কালিগঞ্জ শ্রমিক কলেজে বিএ পরীক্ষা দিলে,
পাশ না হলেও থামাওনি যুদ্ধ,
তুমি দমাতে না পারা অগ্নি,
তুমি অপ্রতিরোধ্য বিদ্রোহ!
তুমি কাপাসিয়ার বাজারে ঝড় তুলেছিলে ব্যবসায়—
জনতার আস্থা তোমার বুকের আগুনে,
নির্বাচনে ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলে—
বজ্রকণ্ঠে বললে: সত্যই আমার ধর্ম!
১৯৮৩! আগুনে লেখা তারুণ্যের শপথ—
ছাত্রদলের ওয়ার্ড সভাপতি তুমি,
১৯৮৮! বজ্রের রণভূমি—ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুমি।
১৯৯৫ থেকে তিনবার জনগণের ভোটে যুবদলের সভাপতি!
বজ্রবিদ্যুৎ গর্জন করে বলে—
“আমি নই, জনতার রক্তই আমার মুকুট!”
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক,
সহ-সভাপতির আসনে বজ্রঝড়ের দাপট,
দুই বছর ভারপ্রাপ্ত সভাপতির অগ্নিতপ্ত মশাল হাতে—
তুমি দাঁড়িয়েছিলে বজ্রঝঞ্ঝার আগুনে।
গাজীপুর জেলা যুবদলের কৃষি সম্পাদক তুমি,
কৃষকের রক্তঘামে সেচা জমির অগ্নিবীণা!
আজ তুমি দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি,
জনতার ক্ষুধার্ত বুকের বজ্রবিদ্যুৎ,
অশ্রু মুছানো বজ্রকণ্ঠ!
তুমি রাত্রির উজ্জ্বল আলো,
তুমি জনতার কাঙ্ক্ষিত স্বপ্ন,
তুমি সৎ ও বিনয়ী চরিত্রের অগ্নিমশাল,
তুমি সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বজ্রপ্রতিজ্ঞা!
আজ তোমার বয়স ছাপ্পান্ন,
তবু রক্তে এখনো গর্জে ঝড়,
অগ্নি, বজ্র, বিদ্যুৎ, তুফান, ঝঞ্ঝা—
সব তোমার বুকে জেগে আছে অমলিন!
তুমি দূর্গাপুরের ধ্রুবতারা—
চির বিদ্রোহী, অমর অগ্নিমানব,
জনতার শপথের বজ্রঘোষ!
--------------------------------------
১২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।