জিবনের তিন ভাগ
- মোঃ আলাল ইসলাম
জিবনের তিন ভাগ
মোঃ আলাল ইসলাম
১২/০৯/২০২৫
প্রথম ভাগ ছিলো
স্বপ্নেরই ভেলা,
হাসির সুরে বাজতো
জীবন মেলা।
খেলাধুলায়
কেটেছে দিন,
রঙিন আলোয় ভরেছে
বেলাভূমি অচিন।
দ্বিতীয় ভাগে এলো
ঝড়ের হাওয়া,
দায়িত্ব বুকে
লড়াইয়ে পাওয়া।
কান্না-হাসির
মিশ্র স্বর
ভালোবাসায় গড়া
সংসার ঘর।
এখন দাঁড়াইয়া
শেষ প্রান্তর,
নীরব সন্ধ্যা
ক্লান্তির ভোর।
অতীত যেনো
সুরের গান,
শেষ ভাগে খুঁজি
হৃদয়ে প্রাণ।
১২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।