অয়নের পাশে খর্জুর
- মোঃ নাসির উদ্দীন
খেজুর গাছটা লম্বা সরু, মাথা তুলে দাঁড়ায়,
পুরুষ লোকও এমন করে গর্বে বুক চড়ায়।
গরম হোক বা ঝড় বয়ে যাক, গাছ নড়ে না হেলে,
পুরুষ নাকি সব সহ্য করে, মুখে কিচ্ছু বলে না মেলে!
খেজুর গাছে ফল কম, রসের আছে দাম,
পুরুষও দেয় কম কথা, কাজে রাখে নাম।
দিনের আলোয় ঘামে ভেজে, রাতে দেয় নিরাপত্তা,
পরিবারের সুখের খোঁজে ত্যাগ করে নিজ চাওয়া-পাওয়া।
খেজুর যেমন ছায়া কম, তবু দেয় উপকার,
পুরুষও চুপচাপ থাকে, দায়িত্ব তার ভার।
মাথা উঁচু, মাটি আঁকা, চরিত্র যার মূল,
সম্মান থাকে নীরবতায়—নয় যে চিৎকারে ফুল।
কিন্তু খেয়াল করো ভাই, খেজুর গাছে কাঁটা,
পুরুষ রেগে গেলে ঘরেও লাগে বাঁকা ফাঁটা।
গাছে উঠা কঠিন বড়, সহজ নয় মোটেও,
পুরুষের মন বোঝাও তেমনি, সহজ লাগে ততো!
তবুও খেজুর যেমন ছায়া দেয় না ভাই,
পুরুষও সব সময় বোঝে না যে কারে চাই!
তুলনা করেই বলি শুধু—মজা নিও ধীরে,
খেজুর-পুরুষ দুই-ই ভালো, যদি থাকে সঠিক ডিরে!
১৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।