বেকারের হাসি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বেকারের হাসি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
রাওনাটের মাটিতে ভোরের শিশির ঝরে,
১৯৫২ সালের মার্চে আলো ঝলমল করে।
ধানক্ষেতে হাওয়ায় বাজে বিদ্রোহী গান,
উঠে এলেন হাবিবুর রহমান আকন্দ, জনতার প্রাণ।
পিতা মমতাজ উদ্দিন, মাতা আলকন নেছা,
গরিব-দুঃখীর বুক জুড়ে গড়লেন আগুন দেশা।
পাখির কলতানে শিখলেন সততার পাঠ,
আঁধারে জ্বালালেন আলোর অগ্নি বাত।
ভাকোয়াদী বিদ্যালয়ে শিখলেন জ্ঞানের গান,
জামালপুর কলেজে দীপ্ত হলো মুক্তির মান।
’৭১ এর রণভূমিতে ছুটলেন সংগ্রামের পথে,
ছাত্র সংগ্রামে কণ্ঠে বাজল স্বাধীনতার রণভেরি।
রেলওয়ে ইস্পাতপথে কাঁপলো তাঁর বজ্রবাণী,
শ্রমিকের দাবিতে জ্বালালেন অগ্নি-আলো জানি।
দশ দফার শিখা জ্বলে, শোষণ কাঁপে দূরে,
জনতার কণ্ঠে আজও বাজে বিজয়ী পুরস্কারে।
কাপাসিয়ার কৃতিসন্তান, রাওনাটের গর্ব তিনি,
অবসরে গিয়েও নিভেনি সংগ্রামের অগ্নি।
জনতার হৃদয়ে বেঁচে আছে অদম্য আশার হাসি—
বেকারের হাসি, শোষণের বিরুদ্ধে অগ্নি ছটাসি।
শ্রমিক-জনতার পাশে দাঁড়িয়ে আলো ছড়ান,
অন্ধকার দূর করেন, দুঃখের শৃঙ্খল ভাঙান।
হাজার বেকারের কাজে নিয়োগের দীপ্ত আলো জ্বেলে,
প্রাণ দিয়েছেন জনতার তরে, সব আশা মেলে।
রাওনাটের প্রতিটি পথ, প্রতিটি ধানের শীষে,
জ্বলে এখন তাঁর নাম—প্রেরণার চিরন্তন পীঠে।
আল্লাহ তাকে নেক হায়াত দান করুন—আমীন,
সকল জনতার জন্য হোক তাঁর পথ আলোকিত মসৃণ।
---------------------------------------------------------
১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।