সুনামধন্য শিক্ষক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সুনামধন্য শিক্ষক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
দূর্গাপুরের রাওনাটে জন্ম তার দীপ্তিময়,
সুনামধন্য মুসলিম পরিবারে, গর্বিত ঘরে আলোয়।
৩১ জানুয়ারি ১৯৫২, পশ্চিম পাড়া সরকার বাড়ীতে,
মোঃ আব্দুল হাই সরকার, রাবেয়া খাতুনের কৃপায় ধরাতে।

রাওনাটের কৃতি সন্তান, তিন বোন এক ভাইয়ের মাঝে প্রিয়,
বিনয়ী, ভদ্র, নম্র—শৈশব হতেই লেখা-পরায় মনোরম দীপ্তি।
প্রাথমিক বিদ্যালয় রাওনাট সরকারি, পাখির কুহু সুরের মতো শিক্ষা,
কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়, ১৯৬৭ সালে এসএসসি কৃতিত্বে উজ্জ্বলিত।

কাপাসিয়া ডিগ্রী কলেজ থেকে ১৯৬৯ সালে এইচএসসি পাশ,
সোরওয়ার্দী কলেজে ১৯৭৪ সালে বিএ, পরে ১৯৯০ সালে বি এড ডিগ্রী হাস।
শিক্ষার আলো ছড়ানোর উদ্দেশ্যে ১৯৭৪ সালে যোগদান,
রাওনাট আদর্শ উচ্চবিদ্যা নিকেতনে সহকারী শিক্ষক হিসেবে প্রাণ।

পরবর্তীতে প্রধান শিক্ষক পদে অধিষ্ঠিত,
ইংরেজী শিক্ষা দিয়ে ছেলে-মেয়েদের জীবন আলোকিত।
সহজ সরল ভঙ্গিতে জ্ঞান দান,
অগণিত ছেলে-মেয়ে আজ দেশে-বিদেশে ফুলের মতো প্রস্ফুটিত প্রাণ।

নিজের চার ছেলে, দুই মেয়েকে ফুলের সৌন্দর্যের মতো প্রিয় করতেন,
প্রকৃতি যেমন নদী ছাড়া পাথরে বয়ে যায়, তেমনি শিক্ষা ছড়াতেন তারা।
ছেলে-মেয়েরা যেন চাঁদের আলো, শিক্ষার দীপ্তিতে নেচে যায়,
অগণিত ছাত্র-ছাত্রীও যেন ফুলের বাগানে গড়ে ওঠে আজ।

চাকুরী জীবন শেষে সামাজিক কাজে নিয়োজিত,
মাদ্রাসা-মসজিদ পরিচালনায় অবদান নিখুঁত ও সমৃদ্ধ।
আজ শরীরে কিছুটা দুর্বল, তবু মন জাগ্রত,
ছেলে-মেয়ে ও ছাত্র-ছাত্রীদের প্রার্থনা উঁচু, হৃদয় ভরা শুভ কামনা।

শিক্ষার দীপ্তি জ্বলে চিরকাল, নদীর জলরাশি অনুরূপ অমলিন,
রাওনাটের কৃতি সন্তান, আলোর দীপ্তি ছড়ায় বন-জঙ্গল ও আকাশছায়ার মতো অনন্ত।
শীতল হাওয়ার মতো কোমল, গ্রীষ্মের রোদে উজ্জ্বল,
ছেলে-মেয়েদের চোখে যেন প্রতিফলিত শিক্ষার জ্যোতি।

শিক্ষকতার মহিমা, স্নেহময় ভঙ্গি, সরল অথচ জ্যোতির্ময় কথা,
সব ছেলে-মেয়েকে করে আলোকিত, জীবন হয়ে যায় ফুলের মতো উজ্জ্বলতা।
প্রকৃতির ঝর্ণা যেমন চিরকাল বয়ে চলে,
তেমনি শিক্ষার দীপ্তি ছড়ায় তার প্রতিটি ছাত্র-ছাত্রীর মনে।

আজও তার আদর্শ সকলের জন্য দ্যুতি,
সুস্থতা ও শান্তি কামনায় ছেলে-মেয়ে দু’হাত তুলে প্রার্থনা।
রাওনাটের কৃতি সন্তান, শিক্ষকতার প্রতীক,
চিরজ্বলে থাকবে হৃদয়ে, আলোর দীপ্তি তার চিরন্তন।

বাতাসে পাখি গান গায়, ফুলে রোদ ঝলমল করে,
মোঃ আব্দুল হাই সরকারের নাম ছড়ায় প্রজাপতির মতো প্রিয় সব হৃদয়ে।
শিক্ষার দীপ্তি, প্রাকৃতিক অলঙ্কার ও নৈতিকতা মিলিয়ে,
চিরকাল রাওনাটে জ্বলে তার কৃতি সন্তান—ছেলে-মেয়ে ও ছাত্র-ছাত্রীর প্রাণে।
-------------------------------------------------------------------------


১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।