প্রান্ত বেলা
- মোঃ নাসির উদ্দীন

গোধূলি আকাশে অস্ত সূর্য
আকাশ করে লাল
ধূলি উড়ে বাড়ি ফিরছে
গো-ছাগলের পাল।

কাজ শেষে ফিরছে বাড়ি
ঘেমে কৃষাণ নেঁয়ে,
কৃষাণীরাও এখন ঢের ব্যাস্ত
সন্ধ্যে বাতি নিয়ে।

বহরের ছোট ছেলে-মেয়েরা
ফিরছে খেলা শেষে,
দেহ জুড়ে ধুলা ময়লা
কাদায় নতুন বেশে।

মধুর সুরে হাকিছে আযান
মুসল্লিরা মসজিদ পানে,
ধর্মভীরু মুমিন মুসলিমরা
ছুটেছে জীবনের টানে।

দল বেঁধে ঐ সাদা বক
উড়ে যায় সারি-সারি,
সন্ধ্যা লগনে পাখি সব
ফিরছে আপন বাড়ি।

সকল কর্ম ব্যাস্ত শেষে
ছুটে বাড়ির পানে,
সুখের ছটা বয় চলে
জানে আপন জনে।
৯ই নভেম্বর, ২০২০ইং


১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।