জনতার নেতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জনতার নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
রাওনাট গ্রামের মোল্লা বাড়ীর সন্তান,
দূর্গাপুরের মাটি তাঁর পা ছুঁয়ে খুঁজে শক্তির প্রান্ত।
জনতা তারে চায় অভিভাবক সিংহাসনে,
সত্যের প্রদীপ হাতে, ন্যায়-নীতি ভরে প্রাণে।
সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি চায় না সে,
দুঃখী জনতার পাশে দাঁড়িয়ে খুঁজে মুক্তির সে নীড়ে।
সে নয় গুটিবাজ, চালবাজ, মীরজাফর,
সে তো ত্যাগী নেতা, অগ্নিশিখা মানবতার ধার।
সে—নম্র, ভদ্র, চির সাম্যের আলোক,
ক্ষুদ্র মানুষের আশা জ্বালায় সে অটল প্রদীপের মতো।
সে থাকে দুঃখী জনতার অগ্রে,
গাঁও-বাড়ি, মাঠ-খেতের মাঝে গড়ে তোলে বিশ্বাসের ঘরে।
সে দূর্গাপুরের স্বপ্ন, জনতা চাওয়া নেতা,
ঝড়-ঝাপটা পার করে যায় সত্যের পথে অটল রথে।
তার ন্যায় নীতি আদর্শ, জনতার মুক্তি,
প্রতিটি বাণী হয়ে ওঠে আশার প্রদীপ জ্যোতি।
ক্ষেতে-খালে যে সূর্য হাসে, সে হাসি তার পথের মতো,
পাহাড়ের ঢালে ঝরনাকার ঝর্ণা তার ধৈর্যের স্রোত।
ঝড়ের ভেতরও থাকেন অবিচল, অটল,
অন্যায়ের দেয়াল ভাঙে সে বজ্রবাণীর আলোতে।
গ্রামের মাঠে-ঘাটে প্রতিধ্বনি তার নাম,
সোলাইমান মোল্লা—জনতার অটল ধ্রুবধাম।
কাল ইতিহাস বলবে গর্বের ভাষণে,
“তিনি অভিভাবক, অমর নেতা মানুষের মনে।”
জ্ঞান তার হৃদি জুড়ে, ন্যায় ও বিবেকের আলো,
সত্যের পথে চলা যেন চিরন্তন দর্শনের পালা।
জনতার চোখে তিনি আশা, শক্তি, অগ্নি,
পদচিহ্নে জন্ম নেবের গান চিরন্তন ধ্বনি।
মানবতা, ন্যায়, সততা—তার প্রতিটি শ্বাসে বাজে,
জনতার নেতা সোলাইমান মোল্লা, চিরন্তন আলোর মাঝে।
দূর্গাপুরের স্বপ্নে তিনি অগ্নিশিখা,
অবিচল, অটল, মানবতার পথপ্রদর্শক—সেই নেতা সোলাইমান মোল্লা।
যেমন নদী বহে নিরবধি, তেমনি তার আদর্শ প্রবাহিত,
যেমন বাঁশির সুরে দোলায়, জনতার হৃদয় আনন্দে ভাসিত।
মাটির গন্ধে মিলায় তার ধৈর্য, আকাশের আলোয় জ্বলে তার আশা,
প্রকৃতির সব রঙে প্রতিফলিত হয় তার অটল সেবা ও বিশ্বাস।
--------------------------------------------------
১৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।