দানবীর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দানবীর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
কপালেশ্বরের মাটিতে জন্ম নিল আলোকিত প্রাণ,
মরহুম আঃ আজিজ মাষ্টার—শিক্ষার পথে অনন্য গৌরববান।
১৯৩৯ সালে নিজ হাতে দান করল উর্বর মাটি,
প্রাথমিক বিদ্যালয় গড়ল, জ্ঞানচর্চার দীপ্তি বাতি।
প্রতিষ্ঠাতা, জমিদাতা, প্রধান শিক্ষক একসাথে,
মাটির বুকের ছোঁয়া, গ্রামীণ হৃদয়ে অমল ছায়া।
উঁচু মিনার মসজিদ, ফুরকানিয়া মাদ্রাসার ধ্বনি,
গ্রামের প্রাচীন ঐতিহ্য—দানবীরের অমল স্মৃতি।
মরহুম মোঃ নূরুল হক মাষ্টার—কনিষ্ঠ পুত্রের দীপ্তি,
কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষার সোনালী জ্যোতি।
লোহাদী উচ্চ বিদ্যালয়, ধীরাশ্রম আদর্শ উচ্চ বিদ্যালয়,
প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক—শিক্ষার অমল নীলাক্ষর।
১৯৮৪, ১৯৮৮ সালের নির্বাচনে জনগণের আস্থা,
সিংহশ্রী ইউনিয়নের বৃহত্তর ৩ নং ওয়ার্ডে মেম্বার হিসেবে দায়িত্বপূর্ণ কথা।
বিএনপির উপদেষ্টা পরিষদের ২ নম্বর সদস্য,
কাপাসিয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য—সেবার অমল প্রতিফলন।
জমি দান করে নির্মিত কমিউনিটি ক্লিনিক—গ্রামের প্রাণপথ,
প্রাথমিক বিদ্যালয় পিছন দিয়ে রাস্তা, সোহাগপুরের সাথে সংযোগ।
প্রায় ৫০০ গজ পথ, নূরুল হক মাষ্টারের দান—
মানবতার অমল প্রমাণ, বাপ-ছেলের ত্যাগে গ্রাম সজ্জিত, প্রাণময়।
প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা—সবই আলোর ধারা,
দানবীরের ছোঁয়া, শিক্ষার আলো, মানবিকতার ছন্দধারা।
গ্রামের প্রতিটি পাথরে পড়ে তাদের স্বপ্নের ছাপ,
মাটি, আকাশ, নদী—সবই বীরের মহিমা গায়।
হাওয়া বয়ে যায় মাঠ, গাছপালা নাচে বাতাসে,
প্রতিটি শিশুর হাসিতে, শিক্ষার দীপ্তি জাগে আকাশে।
গ্রামের প্রতিটি কোণে আছে বাপ-ছেলের ছোঁয়া,
প্রতিটি বীজ যেন জন্মায় আলোর স্বপ্ন গাঁথা।
সিংহশ্রী ইউনিয়নের জনতা স্মরণ করে তাদের ত্যাগ,
জ্ঞান, শিক্ষা, মানবিকতা—সবই তাদের ধ্যানের ভাগ।
রাস্তা, স্কুল, কমিউনিটি ক্লিনিক, মসজিদ—সবই প্রাণের বাঁধ,
দানবীরের পদচিহ্নে গ্রামের প্রতিটি গলিপথ আজও সাজ।
হে গ্রাম! হে জন! তোমার বুকে চিরন্তন তারা,
দানবীরের দান, পরিশ্রম, ভালোবাসা ছড়ায় ধারা।
বাপ-ছেলের মমতা, শ্রম, শিক্ষা ও সেবা—
কপালেশ্বরের আকাশে উদীয়মান সূর্য, প্রজ্ঞা ও শান্তির মেলা।
--------------------------------------------------------------
১৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।