শিক্ষা অনুরাগী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
খিরাতির মাটিতে সোনালি সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে,
পাতা ফিসফিস করে অজস্র স্মৃতির কথা বাতাসে মিলিয়ে।
গোধূলির রোদ ঝলমল করে কলেজের প্রাঙ্গণে,
মাঝে মাঝেই মনে পড়ে এম এ মজিদের চিরন্তন দীপ্তি প্রাণে।


গাজীপুর-৪, কাপাসিয়ার রাস্তায় ধাপে ধাপে ইতিহাস লেখা,
রাজনীতির কঠিন পথে তার পদচারণা—দর্শন-প্রকাশ।
১৯৮৮ সালের নির্বাচন, স্বল্প ভোটে পরাজয়—তবু আশা অমলিন,
উচ্চ আদালতের রায়ে বিজয়ী ঘোষণা—ন্যায়ের চিরন্তন স্পন্দন।

এরশাদ সরকারের বিতর্কিত সংসদ ভেঙে যায়,
কিন্তু তার ন্যায় ও সত্যের পথ কখনো নিস্তব্ধ হয় না।
২০০৮ সালের নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী,
জনতার হৃদয়ে শিক্ষার দীপ আর ন্যায়ের অনন্ত ছায়া স্থিরি।

খিরাতির গ্রামে এম এ মজিদ সায়েন্স কলেজ গড়ে তুলেন,
শিক্ষার দীপ জ্বলে, পথ দেখায় ভবিষ্যতের তরুণ মনে।
বর্ষার ফোঁটা যেমন নদীকে দেয় চিরন্তন ছায়া,
তার শিক্ষার আলোও ছড়িয়েছে মানবিক চেতনার বায়া।

মাটির ভেতর থেকে উঠে আসে তার অনন্য দার্শনিক বাণী,
যেমন নদীর স্রোত ভেদ করে পাহাড়ের কঠিন প্রাচীর।
বৃক্ষের ছায়া, পাখির কলরব, বাতাসের মৃদু সুর—সবই স্মরণে,
তার কর্মপথ, শিক্ষার দীপ, ন্যায়ের ছায়া, মানবিক অন্বেষণে পূর্ণ।

আজ বৃহস্পতিবার রাত ৮টায় এপোলো হাসপাতালে নিদ্রায়,
বার্ধক্যজনিত কারণে বিদায় নিলেন শান্ত শোভায়।
জানাজার নামাজ আগামীকাল দুপুর ৩টায় কলেজ প্রাঙ্গণে,
সবাই প্রার্থনা করি—আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে স্থায়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রকৃতি শোকাভিভূত,
বৃষ্টির ফোঁটা, মাটির গন্ধ, পাখির গান—সবই তার মুক্তি পূর্ণ।
শিক্ষার পথে উদারতা, মানবিক চেতনা, ধৈর্য—চিরন্তন দ্যুতি,
তার প্রেরণা বয়ে যায় হৃদয়ে, প্রজন্মে, সময়ের অনন্ত গতি।

মাটির ছোঁয়ায়, হাওয়ার সুরে, বিদায় নেয় তার শারীরিক কায়া,
কিন্তু শিক্ষার দীপ চিরকাল জ্বলে থাকে মানবতার বাতাসে, আকাশে।
খিরাতির মাটির প্রতিটি শাখা, প্রতিটি ফোঁটা জল—তার নাম সঞ্চারিত করে,
মহান শিক্ষা অনুরাগী এম এ মজিদের স্মৃতি চিরকাল জীবন্ত থাকে।

তার দৃষ্টিভঙ্গি হয়ে ওঠে বাতাসে ভেসে যাওয়া দার্শনিক গান,
প্রজন্মের মনে সঞ্চারিত হয় ন্যায়, মানবিক অন্বেষণ।
রাজনীতির অন্ধকারেও রোদ ছড়িয়েছে তার পদচারণায়,
এম এ মজিদের নাম থাকুক ইতিহাসে—চিরস্মরণীয় অমলিন দীপ্তি হয়ে।

শিক্ষার আলোয় জ্বলে ওঠে প্রত্যেক তরুণ হৃদয়,
তার শিক্ষার নীরব বাণী অনুপ্রেরণা হয়ে ছড়ায় আশার প্রদীপ।
প্রকৃতির ছায়া, নদীর স্রোত, বাতাস—সবই তার স্মৃতির সাক্ষী,
তার নাম চিরন্তন, মানবতার জন্য অমলিন চিরপ্রতীক।
----------------------------------------------------------


১৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।