প্রবাস এক নিঃসঙ্গ জীবন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রবাস এক নিঃসঙ্গ জীবন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
হায়, মাতৃভূমি! তোর মাহব্বাত ভেসে আসে অন্তরের ঝরনা-য়,
সন্তানের কাঁদা চোখ, পিতা-মাতার অশ্রু – হৃদয় ভরা আশুরা।

সব ছেড়ে পাড়ি দিলাম দূর প্রবাসের শহরির ধূলোয়,
খেয়ে না খেয়ে অর্ধ খেয়ে, বয়ে চলি নফস-এর দিশা।

নিঃসঙ্গ জীবন, হায়! মোর হারানো হাসির তাসবীর,
প্রিয় মুখমণ্ডল, শিশুর খিলখিলানি – সব ফানুস হয়ে উড়ে যায়।

দেহ-মন চলেনা, তবু হৃদয় এগিয়ে চলে অচেনা ফাইজা-তে,
প্রিয়জনের মুখাবয়ব মনে রেখে দৃঢ় আহদে কুদুতি।

হৃদয়ের আকাশে অশ্রুর বরসাত ঝরে,
শরীরের ঘাম, রক্ত শুকিয়ে যায়, তবু মুক্তি নেই ধরে।

হাতের শ্রম, চোখের অশ্রু, ঘামের প্রতিটি বিন্দু,
অর্ধভোজে ভরা জীবন শিখায় ত্যাগের জাহান্নাম।

সন্তানের হাসি, পিতা-মাতার মাহব্বাত মনে রাখি প্রতিটি নিশ্বাসে,
অর্থনৈতিক মুক্তির জন্য বয়ে যায় হৃদয়ের আশরাফ-পথে।

রাতের নিঃশব্দে শোনাই একাকীত্বের নগমা,
প্রবাসের বাতাসে বাজে ব্যথার কাঁটা সঙ্গীত, হায়াতের অমল দ্যুতি।

প্রতিটি ক্ষণে মনে হয়, এই ব্যথাই হবে জীবনের দিশা,
অর্ধভোজ, ঘামের বিনিময়ে জ্বলে স্বপ্নের রুহানি ফজিলত।

দেহ ক্লান্ত, মন কেঁপে ওঠে, তবু আশা হারায় না,
কারণ হৃদয় জানে, ব্যথার পিছু মিলিয়ে আসে আল-শফা।

মাটির ঘ্রাণে ভেসে আসে শৈশবের ছায়া,
প্রিয়জনের হাসি মনে রাখি, শক্তি পাই তাকওয়া।

এতো কষ্ট, এতো যন্ত্রণা – তবু বিশ্বাস ঘাতকতা করে প্রিয়জন,
নিঃসঙ্গ হৃদয় বয়ে যায় ফজিলতের নদী, অমল দ্যুতি ছড়িয়ে।

রাষ্ট্র পায় রেমিট্যান্স, আমি কি পাই বলতো?
হৃদয়ের ফজিলত, নিঃস্বার্থ ত্যাগ, চোখের অশ্রু – এ কি নয় ফজিলত-খুদা?

দেহ-মন ক্লান্ত, মন কেঁপে ওঠে, তবু পথ চলা থেমে না,
প্রিয়জনের হাসি ও মাতৃভূমির স্বপ্নে বোনা শক্তি ভরে প্রতিটি নিশ্বাসে।

হায়! তবু কারো মন ভরে না, তবু চলতে হবে নিশ্বাসের ফারসা,
প্রবাস এক নিঃসঙ্গ জীবন – হৃদয়ের একান্ত কাব্য।
-------------------------------------------------------------


১৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।