মেশিনে বন্দি মনুষ্য বুদ্ধি
- মোঃ নাসির উদ্দীন
মেশিনে আজ চলে সবই, মানুষ বসে চুপ,
এআই করে কাজের ভিড়, কমে গেছে রূপ।
হাতের কাজ, মগজের চিন্তা, সবই এখন যন্ত্রে,
মেধা যেন ঘুমিয়ে পড়ে নীরব, নিস্তব্ধ কেন্দ্র।
আগামী প্রজন্ম বড় হচ্ছে স্ক্রিনে মুখ গুঁজে,
চিন্তা না করে খুঁজছে উত্তর, গুগলে চোখ রুজে।
পাঠ্য বই নয়, ক্লিকেই সব, মনে নেই কিছু স্থায়ী,
মানুষ হয়ে মেশিনের মতন—এ কি তবে গাঁথা মায়া?
চাকরি খায় প্রযুক্তি স্রোতে, ইনকামের পথ সংকুচিত,
রোবট চায় না বিশ্রাম, মানুষ দাঁড়ায় দিশাহীন বিত্তহীন।
সৃষ্টির ক্ষমতা মরে, ভাবনা যায় ঝরে,
বুদ্ধির বদলে বাটন টেপে, সময় কেবল পরে।
বাঁচাও মেধা, ফিরাও চিন্তা, মানুষ হোক জাগ্রত,
যন্ত্র হোক সহায়ক শুধু, মানবিক না হোক মাত।
এগিয়ে চলুক প্রযুক্তি, তবু মানবজ্ঞানেই সেতু,
এআই নয় করুক নিয়ন্ত্রণ, মানুষের হাতেই হোক হেতু।
এই পথ চলা ধ্বংসের, সময় এখন কঠোর,
বন্ধ করো এ পাগলামি, না হলে পৃথিবী হবে কবর।
জেগে ওঠো! ফিরাও পথ! ছিঁড়ে ফেলো এই ফাঁস,
মানুষ হোক আবার মানুষ, যন্ত্র হোক কেবল দাস।
১৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।